রাজধানীর সূত্রাপুর বাংলা বাজার ইস্পাহানি গলির বিভিন্ন গোডাউনে অভিযান চালিয়ে প্রাথমিক ও মাধ্যমিকের প্রায় ১০ হাজার বিনামূল্যের বই জব্দ করা হয়েছে। যার বাজারমূল্য প্রায় আট লাখ টাকা। এসব বই ১০-১২ টাকায় কিনে ৮০-৮৫ টাকায় বিক্রি করা হচ্ছিল বলে অভিযোগ।
বুধবার বিকালে চালানো হয় এই অভিযান। এ সময় সিরাজুল ইসলাম উজ্জ্বল ও দেলোয়ার হোসেন নামে দুজনকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)।
নতুন বছর শুরুর পর মাস পেরোতে চললেও সারা দেশে সব শিক্ষার্থীদের হাতে এখনো বই পৌঁছায়নি। এরমধ্যেই খোলাবাজার থেকে উদ্ধার হলো এসব বই
বই চক্রের আরও বেশ কয়েকজনের তথ্য পাওয়া গেছে। তাদেরকে গ্রেপ্তারে তৎপরতা অব্যাহত রয়েছে বলে জানিয়েছেন ডিবির কর্মকর্তারা।
বৃহস্পতিবার দুপুরে ডিএমপি মিডিয়া সেন্টারে ডিবির যুগ্ম কমিশনার মোহাম্মদ নাসিরুল ইসলাম বলেন, ‘একটি চক্র বাংলাবাজারের ইস্পাহানি গলিতে বিভিন্ন গোডাউনে প্রথম থেকে দশম শ্রেণির বিনামূল্যে বিতরণের সরকারি পাঠ্যবই বিক্রয়ের উদ্দেশে মজুদ করেছে- এমন তথ্যের ভিত্তিতে অভিযান চালিয়ে দুই ট্রাক বই জব্দ করা হয়। যেখানে বিভিন্ন শ্রেণির প্রায় ১০ হাজার বই রয়েছে।’
জব্দ করা বইগুলোর বিষয়ে আদালতকে জানানো হবে এবং আদালতের নির্দেশনা অনুযায়ী এনসিটিবিকে হস্তান্তরের কথাও জানান ডিবির এই কর্মকর্তা।
এক প্রশ্নের জবাবে নাসিরুল ইসলাম বলেন, ‘বইগুলো পরিবহনের জন্য যাদের দায়িত্ব দেওয়া হয়, একটা চক্র বইগুলো নিয়ে যায়। এরপর অতিরিক্ত বইগুলো এনে খোলা বাজারে বিক্রি করে দেয় বলে প্রাথমিকভাবে জানতে পেরেছি।’
অতিরিক্ত বই ছাপানোর সুযোগ রয়েছে কি-না জানতে চাইলে তিনি বলেন, ‘১১৬টি প্রেসে বই ছাপানো হয়। ঢাকার বাংলাবাজার এবং ঢাকার বাইরেও কয়েকটি প্রেসে ছাপানো হয়। যারা সরকারি কার্যাদেশ পেয়ে থাকে। অতিরিক্ত বই ছাপানোর সুযোগ আছে কি-না বিষয়টা তদন্তাধীন। যদি অনুসন্ধানে পাই অতিরিক্ত বই ছাপানো হয়েছে, তাহলে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।’
এনসিটিবি অথবা মাউসির কেউ জড়িত কি-না জানতে চাইলে তিনি বলেন, ‘এনসিটিবির দুটি গোডাউন রয়েছে, একটা তেজগাঁও এবং আরেকটা টঙ্গীতে। সেখানেই বইগুলো সংরক্ষণ করা হয়। এর বাইরে কোথাও সংরক্ষণের সুযোগ নেই। ভেতরের কারও সংশ্লিষ্টতা পেলে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।’
গ্রেপ্তার সিরাজুল ইসলাম উজ্জল ১০ বছর আগে একই অভিযোগে গ্রেপ্তার হয়েছিলেন জানিয়ে ডিবির এই কর্মকর্তা বলেন, ‘এবার তার গোডাউন থেকেই বইগুলো উদ্ধার করা হয়েছে। তিনি ১০-১২ টাকা করে বইগুলো কিনে ৮০-৮৫ টাকায় বিক্রি করে আসছিলেন।’
তিনি আরও বলেন, ‘বিতরণ এবং পরিবহনের অনিয়মে কার সংশ্লিষ্টতা রয়েছে- এমন আরও কিছু নাম আমরা পেয়েছি। সে অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।’