Image description
 

রাজধানীর মোহাম্মদপুর থেকে ‘নিখোঁজ’ হওয়া শিশু আরাবি ইসলাম সুবাকে (১১) নওগাঁ থেকে উদ্ধার করে পুলিশ। আজ মঙ্গলবার ঢাকা মহানগর (ডিএমপি) পুলিশের আদাবর থানা ও ডিএমপির গোয়েন্দা শাখার (ডিবি) যৌথ দল তাকে উদ্ধার করে। এ সময় এক তরুণকে আটক করেছে তারা।

উদ্ধারের পর কেঁদে কেঁদে আরাবি ইসলাম সুবার বলে, ‘মমিনের সাথে আসছি আমি পরশু। এমনি আসছি। বাসায় ভালো লাগে না।’

মমিনের সঙ্গে কীভাবে পরিচয়—এমন প্রশ্নের জবাবে সুবা জানায়, দুই বছর আগে টিকটকের মাধ্যমে মমিনের সঙ্গে তার পরিচয় হয়।

কীভাবে দেখা হলো—এ বিষয়ে সুবার ভাষ্য, ‘ফুফুর বাসায় আসছি। ওকে (মমিন) বলছি দেখা করতে, দেখা করছে।’ এরপর তারা নওগাঁয় গিয়ে ওঠেন।

এর আগে এক ভিডিও বার্তায় সুবা বলে, ‘আমি ভালো আছি। আমি বাবার কাছে ফিরে যাব।’

আজ বিকেলে আদাবর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এস এম জাকারিয়া বলেন, ঢাকা থেকে আদাবর থানা ও ডিবির একটি টিম নওগাঁ জেলায় গিয়ে জেলা পুলিশের সহায়তায় নিখোঁজ সুবাকে শনাক্ত করে। এরপর তাকে উদ্ধার করা হয়। সে যে তরুণের সঙ্গে পালিয়েছিল, তাকে আটক করা হয়েছে।

এর আগে সুবার পরিবার দাবি করে যে, মোহাম্মদপুর এলাকায় রাস্তা পার হতে গিয়ে নিখোঁজ হয়েছে সুবা। ফুসফুস ক্যানসারে আক্রান্ত মায়ের চিকিৎসার জন্য দুই মাস আগে বরিশাল থেকে পরিবারের সঙ্গে ঢাকায় এসেছে সে।

জানা গেছে, রবিবার সন্ধ্যা ৬টার দিকে বয়সে ছোট ফুফাতো ভাইয়ের সঙ্গে বাসা থেকে বের হয় সুবা। এরপর রাস্তা পার হতে গিয়ে নিখোঁজ হয়। সুবা বরিশালের একটি বিদ্যালয়ের ষষ্ঠ শ্রেণির ছাত্রী।

মোহাম্মদপুরে হারিয়ে যাওয়া এলাকার সিসি ক্যামেরার ফুটেজে টোকিও স্কয়ারের সামনে সুবাকে শেষবার দেখা যায়। তবে সেখানে সুবার ফুফাতো ভাই ছাড়া আরও একজন ছিলেন। তার সঙ্গে সুবাকে হাঁটতে দেখা গেছে।

সুবার সন্ধান চেয়ে থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেন তার বাবা ইমরান রাজিব। গতকাল সন্ধ্যায় আদাবর থানায় তিনি জিডি করেন।