রাজনৈতিক এজেন্ডা বাস্তবায়নে সহযোগিতার মাধ্যমে রাষ্ট্রীয় অর্থের ক্ষতি করার অভিযোগে সেন্টার ফর রিসার্চ অ্যান্ড ইনফরমেশন (সিআরআই) অফিসে অভিযান চালিয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।
মঙ্গলবার (৪ ফেব্রুয়ারি) রাজধানীর ধানমন্ডির অফিসটিতে অভিযান চালানো হয়েছে বলে জানিয়েছেন দুদকের মহাপরিচালক (প্রতিরোধ) মো. আক্তার হোসেন। তিনি বলেন, ঠিকানা অনুযায়ী সরেজমিন গিয়ে অফিসটি বন্ধ পাওয়া যায়।
আক্তার হোসেন জানান, সিআরআই নামের প্রতিষ্ঠানটির চেয়ারম্যান হিসেবে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছেলে সজীব আহমেদ ওয়াজেদ জয়, ভাইস চেয়ারম্যান হিসেবে সায়মা ওয়াজেদ পুতুল, ট্রাস্টি হিসেবে রাদওয়ান মুজিব সিদ্দিক এবং সাবেক বিদ্যুৎ প্রতিমন্ত্রী নসরুল হামিদ বিপুর নাম উল্লেখ রয়েছে। অভিযানের সময় অফিসটি বন্ধ পাওয়া যায়। যে কারণে প্রতিষ্ঠানটির যেসব ব্যাংকে হিসাব চালু ছিল, ওসব ব্যাংক অর্থাৎ ডাচ বাংলা ব্যাংক, আইএফআইসি ব্যাংক ও সোনালী ব্যাংক থেকে তথ্য সংগ্রহ করা হয়।
দুদকের এই মহাপরিচালক আরও বলেন, অভিযানে জানা যায়, আইএফআইসি ব্যাংকে সিআরআই প্রতিষ্ঠানটির নামে ৩৫ কোটি ২১ লাখ টাকার এফডিআর রয়েছে। এছাড়া সোনালী ব্যাংকে সিআরআইএর লেনদেনের তথ্য পাওয়া গেছে। অভিযানের নথিপত্র এবং ব্যাংক হিসাবগুলোর লেনদেনের তথ্য বিস্তারিতভাবে বিশ্লেষণ করে কমিশন পরবর্তী পদক্ষেপ নেওয়া হবে।