জানুয়ারিতে দেশের বিভিন্ন স্থানে ৬২১টি সড়ক দুর্ঘটনা ঘটেছে। এতে প্রাণ হারিয়েছেন ৬০৮ জন। এছাড়া এসব দুর্ঘটনায় ১ হাজার ১০০ জন আহত হয়েছেন।
রোড সেফটি ফাউন্ডেশনের একটি প্রতিবেদনের এসব তথ্য উঠে এসেছে। মঙ্গলবার (৪ ফেব্রুয়ারি) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। ৯টি জাতীয় দৈনিক, সাতটি অনলাইন নিউজ পোর্টাল, বিভিন্ন ইলেক্ট্রনিক মিডিয়া এবং নিজস্ব তথ্যের ভিত্তিতে ওই প্রতিবেদন তৈরি করে সংস্থাটি।
প্রতিবেদনে বলা হয়েছে, সড়ক দুর্ঘটনায় নিহত ৬০৮ জনের মধ্যে ৭২ জন নারী ও ৮৪ জন শিশু রয়েছে। ২৭১টি মোটরসাইকেল দুর্ঘটনায় মারা গেছেন ২৬৪ জন।
এ মাসে চারটি নৌ-দুর্ঘটনায় ছয় জন নিহত, দুই জন আহত হয়েছেন। ২২টি রেল ও ট্রাক দুর্ঘটনায় ২৬ জন নিহত এবং সাত জন আহত হন।
রোড সেফটির তথ্যমতে, সড়ক দুর্ঘটনায় নিহতের সংখ্যা বেশি ঢাকা বিভাগে। এ বিভাগে ১৭২টি দুর্ঘটনায় ১৬১ জন নিহত হয়েছেন। এছাড়া বরিশাল বিভাগে সবচেয়ে কম ৩১টি দুর্ঘটনায় প্রাণ হারিয়েছেন ৩০ জন।
একক জেলা হিসেবে ঢাকায় ৪২টি দুর্ঘটনায় ৩৭ জন নিহত হয়েছেন। সবচেয়ে কম পঞ্চগড় জেলায়। এ জেলায় কয়েকটি দুর্ঘটনা ঘটলেও প্রাণহানি ঘটেনি।
দুর্ঘটনার সময় বিশ্লেষণ করে সংস্থাটি জানিয়েছে, ভোরে ৭ দশমিক ৮ শতাংশ, সকালে ৩১ দশমিক ৭ শতাংশ, দুপুরে ১৭ দশমিক ২৩ শতাংশ, বিকালে ১৫ দশমিক ৪৫ শতাংশ, সন্ধ্যায় ৯ দশমিক ৯৮ শতাংশ এবং রাতে ১৯ দশমিক ১৬ শতাংশ দুর্ঘটনা ঘটেছে।