মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড ঢাকার বিদ্যালয় পরিদর্শক প্রফেসর কাজী ফয়জুর রহমান বলেছেন, আমরা বছরের পর বছর দেশের জন্য, স্বাধীনতার জন্য রক্ত দিয়ে যাচ্ছি কিন্তু কখনো কাঙ্ক্ষিত পরিবর্তন পাচ্ছি না।
সোমবার গাজীপুর মহানগরীর কাশিমপুরের ৪ নং ওয়ার্ড সারদাগঞ্জে গ্লোরিয়াস মডেল স্কুল এন্ড কলেজের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।
তিনি বলেন, আমরা এমন একটি যুগে পৌঁছে গেছি যেখানে ছাত্রদের আন্দোলন করে, রক্ত দিয়ে, জীবন দিয়ে দেশের মানুষের মুক্তি ও স্বাধীনতার স্বাদ বুঝতে হয়। দেশের মানুষের কাঙ্কিত পরিবর্তন, মানুষের স্বাধীনতা রক্ষা ও দেশ সমৃদ্ধির দিকে এগিয়ে নিতে; এসব শিক্ষার্থীদের পড়াশোনার পাশাপাশি মোবাইল- ফেসবুক আসক্তি থেকে দূরে রাখতে ক্রীড়া ও বিনোদনমুখী করতে হবে।
অনুষ্ঠানে বিদ্যালয় ও শিক্ষার্থীদের শিক্ষার মানোন্নয়নে মেধা-শ্রম ও উন্নত কারিকুলামে পাঠদান পদ্ধতি অবলম্বনের প্রত্যয় ব্যক্ত করে সবার পরামর্শ ও সহযোগিতা কামনা করেন প্রতিষ্ঠানের অধ্যক্ষ মো. জহুরুল ইসলাম।
অনুষ্ঠান সঞ্চালনা করেন প্রভাষক আবু হুরায়রা মো. হাদিউল ইসলাম এবং আনিছা জান্নাতুল ইন্তেফা। অনুষ্ঠানে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি আবুল কালাম আজাদ, প্রতিষ্ঠানের জমিদাতা হাজী আব্দুর রহমান, হাজী লোকমান হোসেনসহ বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থী, অভিভাবক ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।