সাত দফা দাবি আদায়ে দিনব্যাপী সড়ক অবরোধ শেষে অবস্থান ছেড়েছেন জুলাই আন্দোলনে আহতরা। পরে তারা নিজেদের দাবিদাওয়া নিয়ে প্রধান উপদেষ্টার বাসভবন যমুনার দিকে যাচ্ছেন।
আজ রবিবার (২ ফেব্রুয়ারি) সন্ধ্যা ৬টার দিকে সড়ক ছেড়ে দেন আন্দোলনকারীরা। এতে শুরু হয় যান চলাচল। তবে সড়কের উভয় পাশেই সৃষ্টি হয়েছে তীব্র যানজট।
এ সময় কোরবান শেখ নামের এক বিক্ষোভকারী গণমাধ্যমকে বলেন, তারা সড়ক ছেড়ে জাতীয় চক্ষুবিজ্ঞান ইনস্টিটিউটের সামনে জড়ো হচ্ছেন। তাদের মধ্যে যারা হাসপাতালে ভর্তি, তারা হাসপাতালের কাগজ নিয়ে প্রধান উপদেষ্টার বাসভবন যমুনার দিকে যাবেন।
এর আগে বেলা ১১টার পর থেকেই শিশুমেলা সড়কে অবস্থান নিয়ে দাবি আদায়ে আন্দোলন শুরু করেন জুলাই আন্দোলনে আহত পঙ্গু হাসপাতাল ও চক্ষু হাসপাতালে চিকিৎসাধীন আহতরা। সে সময় দাবি আদায় না হওয়া পর্যন্ত আন্দোলন চলমান থাকবে বলেও ঘোষণা দিয়েছিলেন তারা।