Image description

রাজনৈতিক পটপরিবর্তনের পর ভারত বাংলাদেশের রাজনৈতিক ইস্যুসহ সীমান্ত নিয়ে উত্তেজনা থাকলেও বিভিন্ন দেশ বাংলাদেশের পাশে দাঁড়িয়ে আছে। এর মধ্যে উল্লেখযোগ্য পাকিস্তান।

ইউনূস সরকার গঠিত হওয়ার পর থেকেই পাকিস্তানের সঙ্গে নজিরবিহীন ভাবে ঘনিষ্ঠ হতে শুরু করেছে বাংলাদেশ। এরই মধ্যে দুই দেশের মধ্যে সরাসরি বিমান পরিষেবা চালুর পরিকল্পনার কথা ঘোষণা করেছেন উভয় দেশ এবং স্বাধীনতার পর প্রথমবারের মতো পাকিস্তান থেকে সরাসরি পণ্যবাহী জাহাজ এসেছে বাংলাদেশে।এটি একটি ঐতিহাসিক ঘটনা।

এরই মধ্যে পাকিস্তানিদের জন্য ভিসার শর্ত সহজ করেছে বাংলাদেশ। এখন থেকে পাকিস্তানি নাগরিকরা অনলাইনে ও বাংলাদেশের ভিসা পাবেন। এর আগে পাকিস্তান ও বাংলাদেশিদের জন্য ভিসার শর্ত সহজ করেছে। এর ফলে কিছুদিন পরেই পাকিস্তানিদের দেখা যাবে বাংলাদেশের মাটিতে।

বিশ্লেষকরা মনে করছেন, বাংলাদেশিরা এখন ভারতকে পাশ কাটিয়ে পাকিস্তান যেতে পারবেন খুব সহজে। বর্তমানে বাংলাদেশ এবং পাকিস্তান দুই দেশের সম্পর্ক অতীতের যে কোনো সময়ের তুলনায় বহু গুণ বেড়েছে। আগামী দিনগুলোতে এই সম্পর্ক আরও ঘনিষ্ঠ হওয়ার আভাস পাওয়া যাচ্ছে।