Image description
 

তথ্যগত ভুলের কারণে স্কুল-কলেজের এমপিওভুক্ত শিক্ষকদের মধ্যে যাদের উৎসবভাতা বকেয়া রয়েছে, তাদের বিল সাবমিটের নির্দেশনা দিয়েছে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর (মাউশি)।

শনিবার (৩১ জানুয়ারি) এ তথ্য জানিয়েছেন অধিদপ্তরের ইএমআইএস সেলের এক কর্মকর্তা।

সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, স্কুল-কলেজের এমপিও ইলেকটনিক্স ফান্ড ট্রান্সফারে (ইএফটি) চালু হওয়ার পর তথ্য ভুলের কারণে যাদের ঈদ বা নববর্ষ ভাতা বকেয়া আছে তাদের ইএফটি বিল সাবমিট অপশন চালু হয়েছে। দ্রুত বকেয়া উৎসব ভাতা বিল সাবমিট করতে হবে।

 

এ ছাড়া ইএফটি চালু হওয়ার পর তথ্য ভুলের কারণে যাদের এক বা একাধিক মাসের বিল বকেয়া আছে, তাদেরও মাসভিত্তিক বকেয়া বিল সাবমিট করতে হবে।