ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ঘিরে গুপ্তহত্যা ও টার্গেট কিলিংয়ের শঙ্কা করছেন গোয়েন্দারা। এমন আশঙ্কার পরপরই সারা দেশের পেশাদার কিলার-শুটারদের তালিকা করা হয়েছে। নির্বাচনী ডামাডোল শুরুর পর ইনকিলাব মঞ্চের মুখমাত্র ওসমান হাদিসহ বেশ কিছু হত্যাকাণ্ডের ঘটনায় আইনশৃঙ্খলা বাহিনী নড়েচড়ে বসেছে। অপ্রীতিকর ঘটনা এড়াতে গোয়েন্দাদের করা তালিকা পুলিশ সদরদপ্তরসহ সংশ্লিষ্ট ইউনিটে পাঠানো হয়েছে। তালিকায় থাকা এ সব অপরাধীকে নজরদারিতে রাখা হয়েছে। তাদের অবস্থান শনাক্ত ও গতিবিধি মনিটরিং করা হচ্ছে। বিশেষ করে ঢাকার ২০টি আসনে পুলিশ ও গোয়েন্দারা কাজ করে যাচ্ছেন। আর ঢাকার বাইরে জেলা পুলিশও সংশ্লিষ্ট এলাকার অপরাধীদের নজরদারিতে রেখেছেন। পেশাদার তালিকাভুক্ত সন্ত্রাসী ছাড়াও মাঝারি ও ছোট সারির সন্ত্রাসীদের গতিবিধি পর্যবেক্ষণ করা হচ্ছে। কারণ তারা যাতে ভোটকেন্দ্রে গিয়ে কোনো প্রার্থী বা দলের হয়ে বিশৃঙ্খলা সৃষ্টি করতে না পারে। পুলিশের পাশাপাশি অন্যান্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কাছে এই মুহূর্তে শীর্ষ শতাধিক শুটারের তালিকা রয়েছে।
গোয়েন্দা সূত্রগুলো বলছে, এবার নির্বাচনে সহিংসতা, সংঘর্ষ, গুলি, গুপ্তহত্যা, টার্গেট কিলিংয়ের মতো ঘটনার আশঙ্কা করা হচ্ছে। মাঠপর্যায় থেকে তথ্য সংগ্রহ, ঘটে যাওয়া ঘটনা বিশ্লেষণ, দেশের সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি বিবেচনা, ছোট-বড় অপরাধীদের তৎপরতা, জেল থেকে পালানো বন্দিদের ধরতে না পারা, শীর্ষ সন্ত্রাসীদের জামিনে মুক্ত হওয়াসহ বেশ কিছু কারণে এবারের আশঙ্কাটা অতীতের তুলনায় একটু বেশি। নাশকতা সহিংসতা বেশি হতে পারে এমনকিছু জেলাকেও তালিকায় গুরুত্ব দেয়া হয়েছে। বিশেষ করে ফরিদপুর, খুলনা, বাগেরহাট, শরীয়তপুর, মাদারীপুর ও গোপালগঞ্জ জেলাকে বেশি গুরুত্ব দেয়া হয়েছে। এর বাইরেও হেভিওয়েট প্রার্থীরা প্রতিদ্বন্দ্বিতা করছেন এমন কিছু জেলাতে নিরাপত্তা ব্যবস্থায় জোর দেয়া হয়েছে। যেসব এলাকায় আগের নির্বাচনগুলোতে সহিংসতা ও অপ্রীতিকর ঘটনা ঘটেছে সেগুলোকে গুরুত্ব দেয়া হচ্ছে।
করছে। আমাদের গোয়েন্দা ইউনিট শুটারদের গতিবিধি, অবস্থান, কোনোরকম আর্থিক লেনদেন, বা কোনো সন্ত্রাসীগোষ্ঠীর সঙ্গে জড়িত হচ্ছে কি না সেগুলো মনিটরিং করছে। কোনো ধরনের অস্বাভাবিক কিছু পেলে আমরা আইনের আওতায় নিয়ে আসবো। প্রার্থীদের নিরাপত্তা নিয়ে র্যাব কীভাবে কাজ করছে জানতে চাইলে তিনি বলেন, ইতিমধ্যে যেসব প্রার্থী ঝুঁকির কথা জানিয়েছেন, তাদের নিরাপত্তা দেয়া হচ্ছে। অনেককে গানম্যান দেয়া হয়েছে। এরবাইরেও যারা ঝুঁকিতে আছেন তাদের আমরা সমন্বিতভাবে নিরাপত্তা দিচ্ছি। তাদের প্রচার-প্রচারণার সময় আমরা নজরদারি রাখছি।