Image description

বুয়েট শিক্ষার্থী আবরার ফাহাদ হত্যাকাণ্ডে একজন শিবিরের নেতাও জড়িত ছিলেন। ৫ আগস্ট পরবর্তী সময়ে জামায়াত-শিবিরের আইনজীবী তাকে বাঁচানোর জন্য লড়াইয়ে নেমেছিলেন বলে মন্তব্য করেছেন ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক আবিদুল ইসলাম খান।

শুক্রবার (৩০ জানুয়ারি) কুষ্টিয়ার কয়া ইউনিয়নে শহীদ আবরার ফাহাদের কবর জিয়ারত শেষে তিনি এ মন্তব্য করেন।

আবিদুল ইসলাম খান বলেন, ‘আবরার ফাহাদ বাংলাদেশের আধিপত্যবাদী অপশক্তির লড়াইয়ের অন্যতম এক পথিক। এখানে শুধু আবরার ফাহাদ নয়, গত কয়েকদিন আগে শহীদ হয়েছেন শহীদ ওসমান হাদী ভাই। আধিপত্যবাদের বিরুদ্ধে যে লড়াই সে লড়াইয়ের আপসহীন পথিক হচ্ছেন তারা। যুগ যুগ ধরে তারা আমাদের অগ্রদূত হয়ে থাকবে।

তিনি আরও বলেন, ‘বিগত দীর্ঘ দুঃশাসনের সময় শিক্ষাপ্রতিষ্ঠানগুলোতে যতো অন্যায় অনাচার হয়েছে তার অর্ধেক করেছে ছাত্রলীগ, অর্ধেক করেছে শিবির। ছাত্রলীগকে যেভাবে বিচারের মুখোমুখি করা হয়েছে, দেশে গণতন্ত্র প্রতিষ্ঠা হলে শিবিরকেও বিচারের মুখোমুখি করা হবে। কারণ এরাই ৫ আগষ্ট পরবর্তীতে দেশের রাজনীতির মাঠকে উত্তপ্ত করেছে।’

এসময় ছাত্রদল নেতা শেখ তানভীর বারী হামিম, শেখ নুর উদ্দিন আবির, তানভীর আল হাদী ও কুষ্টিয়া জেলা ছাত্রদলের নেতারা উপস্থিত ছিলেন। এছাড়াও শহীদ আবরার ফাহাদের বাবা বরকত উল্লাহ, কয়া ইউনিয়ন বিএনপির সভাপতি ইমরান হোসেন ইউনুচ উপস্থিত ছিলেন।