আগামী ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিত হতে যাওয়া জাতীয় নির্বাচন ও গণভোট সামনে রেখে বাংলাদেশে অবস্থানরত যুক্তরাষ্ট্রের নাগরিকদের জন্য ‘নিরাপত্তা সতর্কতা’ জারি করেছে ঢাকার মার্কিন দূতাবাস।
শুক্রবার (৩০ জানুয়ারি) ঢাকার মার্কিন দূতাবাসের ওয়েবসাইটে এ ‘নিরাপত্তা সতর্কতা’ জারি করা হয়।
এতে বলা হয়, বাংলাদেশ আগামী ১২ ফেব্রুয়ারি জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট আয়োজন করছে।
‘নির্বাচনকালীন রাজনৈতিক সহিংসতা বা চরমপন্থি হামলার ঘটনা ঘটতে পারে, যার লক্ষ্য হতে পারে নির্বাচনী সমাবেশ, ভোটকেন্দ্র এবং গির্জা, মন্দির, মসজিদসহ অন্য ধর্মীয় গুরুত্বপূর্ণ স্থানগুলো। মার্কিন নাগরিকদের এ সময়ে সতর্ক থাকা উচিত এবং মনে রাখা উচিত– শান্তিপূর্ণ বিক্ষোভ বা সমাবেশগুলোও যেকোনো সময় সংঘাতপূর্ণ হয়ে উঠতে পারে ও সহিংসতায় রূপ নিতে পারে।’
তাই নিজ দেশের নাগরিকদের সব ধরনের বিক্ষোভ এড়িয়ে চলা ও যেকোনো বড় জনসমাবেশের আশপাশে থাকার সময় সাবধানতা অবলম্বন করতে বলেছে ঢাকার মার্কিন দূতাবাস।
তাছাড়া নির্বাচন সামনে রেখে ১০ ফেব্রুয়ারি থেকে মোটরসাইকেল চলাচলে এবং ১১ ও ১২ ফেব্রুয়ারি সব ধরনের যানবাহন চলাচলের ওপর নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে। সে কারণে ১১ ও ১২ ফেব্রুয়ারি ঢাকার মার্কিন দূতাবাসে সীমিত পরিসরে সশরীরে সেবা দেবে বলে জানানো হয়েছে।
নির্বাচন সামনে রেখে ঢাকার মার্কিন দূতাবাস নিজ দেশের নাগরিকদের জন্য কিছু করণীয় জানিয়েছে। সেগুলো হলো–
#বড় ধরনের ভিড় ও বিক্ষোভ এড়িয়ে চলা
#সবসময় আশপাশ সম্পর্কে সচেতন থাকা
#স্থানীয় সংবাদ মাধ্যমে নজর রাখা
#সতর্ক থাকা ও চলাফেরায় সতর্কতা বজায় রাখা
#জরুরি যোগাযোগের জন্য সবসময় চার্জ করা মোবাইল সঙ্গে রাখা
#ব্যক্তিগত নিরাপত্তা পরিকল্পনা পুনরায় পর্যালোচনা করা
#বিকল্প যাতায়াতের রাস্তা পরিকল্পনা করে রাখা।