Image description

সাভারের বিরুলিয়ায় ডাকাতির প্রস্তুতিকালে দেশীয় অস্ত্রসহ আন্তঃজেলা ডাকাত দলের আট সদস্যকে গ্রেপ্তার করেছে পুলিশ। এসময় তাদের কাছ থেকে লোহার তৈরি দুটি দা, একটি ছুরি, একটি চাইনিজ কুড়াল, তিনটি সুইচ গিয়ার চাকুসহ বিভিন্ন ধরনের দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়। 

শুক্রবার (৩০ জানুয়ারি) রাত সাড়ে তিনটার দিকে উপজেলার বিরুলিয়া ইউনিয়নের কালিয়াকৈর এলাকার গোল্ডস্টার গার্মেন্টস সংলগ্ন বাঁশঝাড়ে ডাকাতির প্রস্তুতিকালে তাদের গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তাররা হলো, ছোট কালিয়াকৈর এলাকার মো. রসেদ মিয়া (৩২), মো. রিপন মিয়া (৩৩), মো. মাসুদ রানা (৩১), পার্শ্ববর্তী রাজাসন গ্যারেজ এলাকার মো. সানি মিয়া (৩৫), সামাইর এলাকার মো. শাহিন মিয়া (৩১), সাভারের হেমায়েতপুর পূর্বহাটি উত্তরপাড়া এলাকার মো. সোহাবান মিয়া (২৩), মো. নুর নবী (২৭) এবং উত্তর মেইটকা এলাকার মো. ইমন মিয়া (২৫)।

 

পুলিশ জানায়, সম্প্রতি সাভারের রাজাশন-বিরুলিয়া সড়কের কালিয়াকৈর এলাকায় রাস্তায় গাছ ফেলে ডাকাতির ঘটনা বৃদ্ধি পাওয়ায় ঢাকা জেলা পুলিশ সুপার মো. মিজানুর রহমানের নির্দেশনায় সাভার মডেল থানার একটি চৌকস টিম ডাকাতদের ধরতে বিশেষ অভিযান পরিচালনা করে। এরই ধারাবাহিকতায় শুক্রবার ভোররাতে ডাকাতির প্রস্তুতিকালে উপজেলার বিরুলিয়া ইউনিয়নের কালিয়াকৈর এলাকার গোল্ডস্টার গার্মেন্টস সংলগ্ন বাঁশঝাড়ে অভিযান চালিয়ে আন্তঃজেলা ডাকাত দলের সক্রিয় ৮ ডাকাতকে গ্রেপ্তার করা হয়।

বিরুলিয়া পুলিশ ফাঁড়ির ইনচার্জ (এসআই) আল আমিন জানান, ভোররাতে ১৫-১৬ জন ডাকাত কালিয়াকৈর এলাকার গোল্ডস্টার গার্মেন্টস সংলগ্ন বাঁশঝাড়ে ডাকাতির উদ্দেশে জড়ো হয়। এসময় অভিযান চালিয়ে ৮ ডাকাতকে গ্রেপ্তার করা হলেও বাকিরা পুলিশের উপস্থিতি টের পেয়ে পালিয়ে যায়।

 

তিনি আরও বলেন, প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা দীর্ঘদিন ধরে সাভার মডেল থানার বিভিন্ন এলাকায় ও মহাসড়কে ডাকাতির সঙ্গে জড়িত থাকার কথা স্বীকার করেছে। 

এ ঘটনায় সাভার মডেল থানায় ডাকাতির প্রস্তুতি আইনে একটি মামলা দায়ের করা হয়েছে বলে জানান পুলিশের এই কর্মকর্তা।