বাংলাদেশ খেলাফত মজলিসের আমীর মাওলানা মামুনুল হক বলেছেন, জুলাই সনদ বাস্তবায়নের জন্য জুলাই সনদ কমিটি গঠন করা হয়েছে। জুলাই সনদ বাস্তবায়নের জন্য ১১টি দল একত্রিত হয়ে শপথ নিয়ে বলেছে—বাংলাদেশে আর ফ্যাসিবাদ টিকতে দেওয়া হবেনা।
বাংলাদেশে আর কোন ব্যক্তির ক্ষমতার স্বাদ পূরণের জন্য নিজেদের বলি দেওয়া হবেনা। জুলাই সনদে অংশগ্রহণকারী প্রতিটি ব্যক্তি, প্রতিটি দল, প্রতিটি পক্ষ ঐক্যবদ্ধ হয়ে জুলাই সনদ প্রণয়ন করেছে।
তিনি বলেন, "সেই জুলাই সনদের পক্ষে হ্যাঁ ভোট না দিলে, দেশের সাথে বেইমানি করা হবে। যারা যারা দিবে না তারা দেশের শত্রু, জাতির শত্রু।"
তিনি আরও বলেন, "বাংলাদেশে আর কোন ফ্যাসিবাদকে ফিরতে দেওয়া হবেনা।"
তিনি মঙ্গলবার রাত ১১টায় মৌলভীবাজারের শ্রীমঙ্গলের রেলওয়ে মাঠে ১১ দলীয় ঐক্যজোটের প্রার্থী ও বাংলাদেশ খেলাফত মজলিসের রিকশা মার্কা প্রতীকের প্রার্থী মাওলানা নূরে আলম হামিদীর পক্ষে নির্বাচনী জনসভায় এসব কথা বলেন।
এর আগে তিনি কমলগঞ্জ ভানুগাছ বাজারে নির্বাচনী পৃথক সভায় বক্তব্য রাখেন। পথ সভায় মুফতী হাবীবুর রহমান কাসিমী সভাপতিত্বে দলের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।