চট্টগ্রামের সীতাকুণ্ডের দুর্গম জঙ্গল সলিমপুরে র্যাবের ওপর সশস্ত্র হামলা ও উপ-সহকারী পরিচালক মোতালেব হোসেন ভূঁইয়াকে হত্যার ঘটনায় প্রধান আসামি মো. মিজান এবং তার সহযোগী মো. মামুনকে গ্রেপ্তার করেছে র্যাব-৭। মঙ্গলবার (২৭ জানুয়ারি) সকালে এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে র্যাব এই তথ্য নিশ্চিত করেছে।
র্যাব জানায়, গোপন সংবাদের ভিত্তিতে গত ২৫ জানুয়ারি বিকেলে চট্টগ্রাম মহানগরীর খুলশী থানার ইস্পাহানি মোড় এলাকা থেকে মামলার তালিকাভুক্ত পলাতক আসামি মিজানকে গ্রেপ্তার করা হয়। এর পরদিন ২৬ জানুয়ারি ভোরে বায়েজিদ বোস্তামী থানার বগুড়া নিবাস এলাকায় অভিযান চালিয়ে তার সহযোগী মামুনকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃত উভয়কেই পরবর্তী আইনি প্রক্রিয়ার জন্য সীতাকুণ্ড থানায় হস্তান্তর করা হয়েছে।
গত ১৯ জানুয়ারি জঙ্গল সলিমপুরে অস্ত্রধারী সন্ত্রাসীদের ধরতে অভিযানে যান র্যাব সদস্যরা। এ সময় সন্ত্রাসীরা র্যাবের গাড়ির গতিরোধ করে অতর্কিত গুলি ও হামলা চালায়। এতে চারজন র্যাব সদস্য গুরুতর আহত হন। তাদের উদ্ধার করে চট্টগ্রাম সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক উপ-সহকারী পরিচালক মোতালেব হোসেন ভূঁইয়াকে মৃত ঘোষণা করেন।
এ ঘটনায় সীতাকুণ্ড থানায় ২৯ জনের নাম উল্লেখসহ অজ্ঞাত আরও ১৫০-২০০ জনকে আসামি করে মামলা দায়ের করা হয়েছে। মিজানের আগে গত ২৩ জানুয়ারি 'কালা বাচ্চু' নামে আরও এক আসামিকে গ্রেপ্তার করা হয়েছিল। এ নিয়ে চাঞ্চল্যকর এই হত্যা মামলায় এখন পর্যন্ত মোট তিনজনকে গ্রেপ্তার করা হলো।
স্থানীয়দের অভিযোগ, দীর্ঘ চার দশক ধরে পাহাড় কেটে গড়ে ওঠা জঙ্গল সলিমপুরের বিশাল খাস জমি দখল ও প্লট বাণিজ্য টিকিয়ে রাখতে সেখানে একাধিক সশস্ত্র সন্ত্রাসী বাহিনী সক্রিয় রয়েছে। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর ওপর এই বর্বরোচিত হামলার পর পুরো এলাকায় থমথমে অবস্থা বিরাজ করছে।
শীর্ষনিউজ