ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটে এরইমধ্যে চার লাখ ২৫ হাজার ৭৮৮ জন প্রবাসী ভোটার ভোটদান সম্পন্ন করেছেন।
আজ মঙ্গলবার সকালে প্রবাসী ভোটার নিবন্ধন বিষয়ক 'ওসিভি-এসডিআই' প্রকল্পের টিম লিডার সালীম আহমাদ খান দ্য ডেইলি স্টারকে বিষয়টি জানিয়েছেন।
তিনি জানান, ২৭ জানুয়ারি সকাল ১০টা ৩০ মিনিট পর্যন্ত 'পোস্টাল ভোট বিডি' মোবাইল অ্যাপের মাধ্যমে নিবন্ধনকারী সাত লাখ ৬৬ হাজার ৮৬২ জন প্রবাসীর (সংশ্লিষ্ট গন্তব্যের দেশে) কাছে ব্যালট পৌঁছেছে।
চার লাখ ৯৩ হাজার ৯২০ জন প্রবাসী ভোটার ব্যালট গ্রহণ করেছেন। চার লাখ ২৫ হাজার ৭৮৮ জন প্রবাসী ভোটার ভোট দিয়েছেন।
ভোটার কর্তৃক সংশ্লিষ্ট দেশের পোস্ট অফিস বা ডাক বাক্সে জমা দেওয়া হয়েছে তিন লাখ ৭০ হাজার ৩২২টি পোস্টাল ব্যালট। এ ছাড়া ২১ হাজার ৫০৮টি পোস্টাল ব্যালট বাংলাদেশে পৌঁছেছে।
পোস্টাল ভোট বিডি অ্যাপটি গত বছরের ১৮ নভেম্বর চালু করা হয়েছিল এবং ১৯ নভেম্বর থেকে নিবন্ধন শুরু হয়েছিল।
ইসির তথ্য অনু্যায়ী, আজ সকাল পর্যন্ত, পোস্টাল ভোট বিডি অ্যাপের মাধ্যমে মোট ১৫ লাখ ৩৩ হাজার ৬৮৪ জন ভোটার নিবন্ধন করেছেন। তাদের মধ্যে ১২ লাখ ৮১ হাজার ৪৩৬ জন পুরুষ এবং ২৫ লাখ দুই হাজার ২৪৬ জন নারী।
নির্বাচনী দায়িত্বে নিয়োজিত সরকারি কর্মকর্তা এবং কারাগারে থাকা ব্যক্তিরাও পোস্টাল ভোট বিডি অ্যাপে নিবন্ধন করেছেন। এই সংখ্যা সাত লাখ ৬১ হাজার ১৪১। এর মধ্যে কারাগারে থাকা ছয় হাজার ২৮৫ জন অ্যাপে নিবন্ধন করেছেন।
বাংলাদেশে নিবন্ধিত ভোটার ১২ কোটি ৭৭ লাখ ১১ হাজার ৮৯৯ জন। এর মধ্যে ছয় কোটি ৪৮ লাখ ২৫ হাজার ১৫৪ জন পুরুষ, আর ছয় কোটি ২৮ লাখ ৮৫ হাজার ৫২৫ জন নারী এবং এক হাজার ২২০ জন তৃতীয় লিঙ্গের ভোটার।