গণভোটে যদি ‘না’ জেতে তাহলে যারা এমপি-মন্ত্রী হবে তাদের লাভ বলে মন্তব্য করেছেন যুক্তরাষ্ট্রের হাওয়ার্ড বিশ্ববিদ্যালয়ের সহকারী অধ্যাপক ড. মির্জা গালিব। আর ‘হ্যাঁ’ জিতলে জনগণ সুবিধা পাবে বলে মনে করেন তিনি। আজ সোমবার (২৬ জানুয়ারি) সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে এক পোস্টে এসব কথা বলেছেন তিনি।
মির্জা গালিব লিখেছেন, গণভোটে যদি ‘না’ জিতে তাহলে লাভ হলো, যারা এমপি-মন্ত্রী হবে, সরকার পরিচালনা করবে তাদের। আর যদি ‘হ্যাঁ’ জেতে, তাইলে লাভ হইল জনগণের। কারণ, যারা মন্ত্রী হবে, এমপি হবে, তাদের অনেক ক্ষেত্রে ক্ষমতা কমে যাবে, অন্যদের সাথে মিলেমিশে সরকার চালাতে হবে।
তিনি বলেন, ‘কাজেই, আপনি বিএনপির সাপোর্টার হন বা জামায়াতের; আপনার যদি মন্ত্রী হওয়ার চান্স না থাকে, আপনি যদি আমার মতো আম পাবলিক হন; তাহলে হ্যাঁ ভোট দেয়াই উচিত আপনার। দলের নেতাদের কথা শুনেও যদি না ভোট দেন, তাতে ক্ষতি কিন্তু হবে আপনারই। আসুন, আমরা সবাই গণভোটে হ্যাঁ বলি।’