সিরাজগঞ্জ সদর উপজেলায় একটি হাটে হাত ধোয়ার বেসিন ভেঙে দেয়ালের নিচে চাপা পড়ে দুই শিশুর মৃত্যু হয়েছে। এ ঘটনায় আহত হয়েছে আরো দুই শিশু। রবিবার (২৫ জানুয়ারি) বিকেলে সদর উপজেলার খোকসাবাড়ী ইউনিয়নের শালুয়াভিটা হাটে এ ঘটনা ঘটে।
নিহতরা হলো সদর উপজেলার খোকসাবাড়ী ইউনিয়নের চর শৈলাবাড়ী গ্রামের ফরিদুল ইসলামের ছেলে রায়হান হোসেন (৫) ও একই গ্রামের সজিব সেখের মেয়ে দেড় বছর বয়সী সুমি খাতুন।
প্রত্যক্ষদর্শী ও স্বজনরা জানান, রবিবার দুপুরে শালুয়াভিটা হাটে হাত ধোয়ার জন্য করোনাকালে জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তর একটি বেসিন নির্মাণ করেছিল। পরিত্যক্ষ সেই বেসিনের ওপর উঠে ৪ শিশু খেলা করছিল। হঠাৎ বেসিনটি ধসে পড়লে তারা দেয়ালের নিচে চাপা পড়ে।
সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শহিদুল ইসলাম জানান, সংবাদ পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। স্বজনরা নিহত শিশুদের বাড়িতে নিয়ে গেছে।