জামালপুরে দলীয় সিদ্ধান্ত অমান্য করায় মো. সাদিকুর রহমান সিদ্দিকী শুভ নামে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) এক নেতাকে বহিষ্কার করা হয়েছে। বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী স্বাক্ষরিত সংবাদ বিজ্ঞপ্তিতে শনিবার (২৪ জানুয়ারি) এ বহিষ্কার তথ্য জানানো হয়।
এতে বলা হয়, দলীয় সিদ্ধান্ত অমান্য করে সংগঠন বিরোধী কর্মকাণ্ডে জড়িত থাকার জন্য আপনাকে দলীয় গঠনতন্ত্র মোতাবেক বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) প্রাথমিক সদস্য পদসহ সকল পর্যায়ের পদ থেকে বহিস্কার করা হয়েছে।
এ বিষয় নিশ্চিত করে জেলা বিএনপির সাবেক সহ-দপ্তর সম্পাদক গাউসুল আজম শাহীন জানান, বিএনপি নেতা মো.সাদিকুর রহমান সিদ্দিকী শুভ মেলান্দহ উপজেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদকের দায়িত্বে ছিলেন। তিনি জামালপুর-৩ (মেলান্দহ-মাদারগঞ্জ) আসন থেকে স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করছেন।
বহিস্কৃত নেতা মো. সাদিকুর রহমান সিদ্দিকী শুভ বলেন, অফিসিয়ালি এ ধরনের কোনো পত্র আমি পায়নি। সামাজিক যোগাযোগ মাধ্যমে দেখেছি। তবে আমার মনে হয় দলীয় সিদ্ধান্তের বাইরে গিয়ে স্বতন্ত্র প্রার্থী হওয়ার কারণেই আমাকে বহিস্কার করা হতে পারে। এছাড়া অন্য কোনো কারণ নেই।