Image description
 

রাজশাহী জেলায় ড্রেন থেকে অজ্ঞাতপরিচয়ে এক ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে পুলিশ। রবিবার (২৫ জানুয়ারি) সকাল ১০টার দিকে নগরীর ভাটাপাড়ায় অবস্থিত কেন্দ্রীয় বোটানিক্যাল গার্ডেন ও চিড়িয়াখানার উত্তর-পশ্চিম কোণের একটি ড্রেন থেকে ওই মরদেহ উদ্ধার করা হয়।

 

জানা গেছে, বোটানিক্যাল গার্ডেন ও চিড়িয়াখানার উত্তর-পশ্চিম কোণের একটি ড্রেনে দেখতে পেয়ে স্থানীয়রা পুলিশকে জানায়। পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে পাঠায়। ওই ব্যক্তির পরিচয় শনাক্ত করতে পারেনি পুলিশ। উদ্ধার হওয়া অজ্ঞাত ব্যক্তির বয়স আনুমানিক ৫০ বছর বলে জানিয়েছে পুলিশ।

 

এ বিষয়ে রাজপাড়া থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল মালেক জানান, নিহতের মাথাসহ শরীরের অংশ ড্রেনের মধ্যে ঢুকেছিল। পা ছিল উপরের দিকে। ধারণা করা হচ্ছে তিনি প্রস্রাব করতে বসে অসাবধানতা বসত ড্রেনে পড়ে মারা গেছেন। তার শরীরের আঘাতের কোনো চিহ্ন পাওয়া যায়নি।

 

তিনি আরও জানান, মরদেহের পরিচয় শনাক্তের চেষ্টা করা হচ্ছে। এছাড়া মরদেহের ময়নাতদন্তের জন্য রামেক হাসপাতালে পাঠানো হয়েছে। এ ঘটনায় মামলা হবে। এছাড়া মৃত্যুর কারণ উদঘাটনেও তদন্ত করছে পুলিশ।