বাংলাদেশ জাতীয় পার্টির (বিজেপি) চেয়ারম্যান ও ভোলা-১ আসনের বিএনপি জোটের সমর্থিত প্রার্থী ব্যারিস্টার আন্দালিব রহমান পার্থ বলেছেন, আপনারা সবাই চিন্তা করবেন, কাকে দিয়ে ভোলা-বরিশাল ব্রিজ হবে, কাকে দিয়ে মেডিকেল কলেজ হবে। কে জাতীয় সংসদে কথা বলার যোগ্যতা রাখবেন। তাকে ভোট দেবেন। আমার থেকে যোগ্য প্রার্থী থাকলে আমিও তাকে ভোট দেব।
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে শনিবার (২৪ জানুয়ারি) বিকালে ভোলার শহরের নতুন বাজার এলাকায় জেলা বিজেপির কার্যালয়ের সামনে গরুর গাড়ির মার্কার গণসংযোগ ও পথসভায় তিনি এসব কথা বলেন।
পার্থ বলেন, এমন একটা সময় ছিল যখন আমি শেখ হাসিনার চোখে চোখ রেখে কথা বলতাম, তখন বাংলাদেশে অনেকেই সাহস করত না। বাংলাদেশের সালমান এফ রহমানকে দরবেশ আমি বানিয়েছিলাম।
তিনি বলেন, আমি কোনো মারামারি ও হানাহানির রাজনীতি করিও না, পছন্দও করি না। আমি সবাইকে নিয়ে ঐক্যবদ্ধভাবে পরিচ্ছন্ন রাজনীতি করতে চাই।
আমরা কারো সঙ্গে অন্যায় করতে চাই না, কোনো প্রতিশোধ নিতে চাই না। সবাইকে সঙ্গে নিয়ে একটা সুন্দর,মানবিক ও শান্তিপূর্ণ ভোলা গড়তে চাই। যেখানে চাঁদাবাজি হবে না, লুট হবে না। যেখানে টেন্ডারবাজি হবে না, যেখানে শালিশ করে পয়সা খাওয়া হবে না। এ সময় জনগণের ভোটে সংসদে গেলে ভোলা-বরিশাল সেতু ও মেডিকেল কলেজসহ নানান উন্নয়নমূলক কাজ করার প্রতিশ্রুতি দেন তিনি।
এর আগে দুপুরে ঢাকা থেকে ভোলার খেয়াঘাট এলাকায় আসেন পার্থ। এ সময় লাখের অধিক নেতাকর্মী তাকে বরণ করে নেন। পরে সেখান থেকে গণসংযোগ ও শোডাউন নিয়ে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করেন।