Image description

ফেব্রুয়ারিতে ভারত ও শ্রীলঙ্কায় অনুষ্ঠেয় টি-টোয়েন্টি বিশ্বকাপ থেকে বাংলাদেশের সরে দাঁড়ানোর সিদ্ধান্ত ক্রিকেটের স্বার্থে নয় বলে মন্তব্য করেছেন ঢাকায় ভারতের সাবেক হাইকমিশনার ও বর্তমান রাজ্যসভার সদস্য হর্ষবর্ধন শ্রিংলা। তার দাবি, এতে খেলাটির ক্ষতি হবে।

 

শুক্রবার (২৩ জানুয়ারি) পশ্চিমবঙ্গের দার্জিলিংয়ে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে এসব কথা বলেন তিনি।

শ্রিংলা বলেন, ‘বাংলাদেশে আমার অনেক বন্ধু আছেন, যাদের অনেকে ক্রীড়াজগতের সঙ্গে ঘনিষ্ঠভাবে যুক্ত। তাদের মতে, এই টুর্নামেন্টে বাংলাদেশের ক্রিকেট দলের অংশ না নেওয়ার সিদ্ধান্ত সামগ্রিকভাবে ক্রীড়া এবং বিশেষ করে ক্রিকেটের স্বার্থে নয়। ’ 

তিনি আরও বলেন, ‘দেশটি বর্তমানে একটি অন্তর্বর্তী প্রশাসনের মাধ্যমে পরিচালিত হচ্ছে, নির্বাচিত সরকারের মাধ্যমে নয়। এ ধরনের সিদ্ধান্ত বাংলাদেশের ক্রিকেটের ভবিষ্যতের ওপর প্রভাব ফেলতে পারে।’ 

জামায়াতে ইসলামী নির্বাচনে কী ফল করতে পারে—এমন প্রশ্নে শ্রিংলা বলেন, সুষ্ঠু ও অবাধ নির্বাচন হলে ইসলামপন্থী দলটির ক্ষমতায় আসার সম্ভাবনা নেই।

তিনি বলেন, ‘নির্বাচন যদি অসুষ্ঠু হয় এবং কারচুপি করা হয়, তবেই তারা ক্ষমতায় আসতে পারে। নাহলে সম্ভাবনা কম। তাদের ভোটের হার পাঁচ থেকে সাত শতাংশ, সেটাও আবার অন্যান্য রাজনৈতিক শক্তির সহায়তায়।’ 

বাংলাদেশের আসন্ন নির্বাচন নিয়ে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের এই সাবেক সচিব বলেন, ‘ভারতের পক্ষ থেকে দেওয়া বিবৃতি আপনারা দেখেছেন। আমরা বাংলাদেশে একটি অবাধ, সুষ্ঠু ও অন্তর্ভুক্তিমূলক নির্বাচন চাই, যেখানে সব দল অংশগ্রহণ করতে পারবে। তবে তেমন পরিস্থিতি আমি দেখিনি। নির্বাচন হবে কিনা, সেটিও জানি না। সেখানে নিরাপত্তার উদ্বেগ রয়েছে। আর নির্বাচন হলেও কী পরিস্থিতিতে হবে, সেটিও দেখতে হবে। অনেক অনিশ্চয়তা রয়েছে, প্রশ্ন রয়েছে।’

বাংলাদেশ থেকে ভারতে অনুপ্রবেশের অভিযোগ তুলে তিনি বলেন, ‘বাংলাদেশ থেকে লোকজন এখানে আসছে এবং রাজনৈতিক স্বার্থে তাদের অনুমতি দেওয়া হচ্ছে। এই অনুপ্রবেশকারীরা একটি সমস্যা এবং এই চর্চা বন্ধ করতে হবে। আমরা চাই বাংলা (পশ্চিমবঙ্গ) উন্নয়নের পথে এগিয়ে যাক।’