Image description

ঝালকাঠি-২ আসনের জামায়াত মনোনীত প্রার্থী শেখ নেয়ামুল করিমের সমর্থনে নির্বাচনি মিছিল ও সমাবেশ করেছে জামায়াতে ইসলামী। সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে নেয়ামুল করিম বলেন, জামায়াত ক্ষমতায় গেলে জনগণের ওপর শাসক হয়ে নয়, বরং জনগণের সেবক হিসেবে দায়িত্ব পালন করবে।

শুক্রবার বিকেলে ঝালকাঠি প্রেসক্লাবের সামনে সমাবেশ অনুষ্ঠিত হয়। সমাবেশ শেষে মিছিলটি শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে।

তিনি আরো বলেন, এমপি নির্বাচিত হলে তিনি সরকারি গাড়ি ও ফ্ল্যাট গ্রহণ করবেন না। পাশাপাশি এমপির সম্মানীর অর্থ জনস্বার্থে ব্যয় করবেন বলেও ঘোষণা দেন।

মিছিল ও সমাবেশে ১০ দলীয় জোটের বিভিন্ন নেতৃবৃন্দ বক্তব্য রাখেন। ঝালকাঠি-২ জেলা জামায়াতের সেক্রেটারি অধ্যক্ষ ফরিদুল হক, জেলা জামায়াতের নায়েবে আমীর অ্যাডভোকেট আমিনুল ইসলাম, এনসিপির জেলা আহ্বায়ক মাইনুল ইসলাম মান্না, বাংলাদেশ খেলাফত মজলিসের যুগ্ম সাধারণ সম্পাদক মাওলানা নাঈমুর রহমান নাঈমসহ বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।