Image description

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে সাধারণ মানুষ ও রাজনৈতিক নেতাকর্মীদের মধ্যে আতঙ্ক সৃষ্টি করার চেষ্টা চলছে বলে মন্তব্য করেছেন ঢাকা-২ আসনের বিএনপি মনোনীত প্রার্থী সাবেক ডাকসু ভিপি আমানউল্লাহ আমান।

শুক্রবার (২৩ জানুয়ারি) দুপুরে কেরানীগঞ্জ মডেল থানার কালিন্দী ইউনিয়নের চড়াইল মাঠে আয়োজিত এক নির্বাচনী গণসংযোগকালে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

 

আমানউল্লাহ আমান বলেন, ‘নির্বাচন বানচালের উদ্দেশ্যে একটি কুচক্রী মহল পরিকল্পিতভাবে পরিস্থিতি অস্থিতিশীল করার চেষ্টা করছে। এরই অংশ হিসেবে বৃহস্পতিবার রাতে হযরতপুর ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদকের ওপর দুর্বৃত্তদের গুলিবর্ষণের ঘটনা ঘটেছে।

এসব ঘটনার মাধ্যমে ভোটারদের মধ্যে ভয়ভীতি সৃষ্টি করাই মূল উদ্দেশ্য বলে তিনি দাবি করেন।’

 

তিনি আরো বলেন, ‘দেশের মানুষ ভোটের মাধ্যমে তাদের গণতান্ত্রিক অধিকার প্রয়োগ করতে চায়। জনগণের এই অধিকার থেকে বঞ্চিত করার যেকোনো অপচেষ্টা ব্যর্থ হবে। আগামী ১২ ফেব্রুয়ারির নির্বাচন শান্তিপূর্ণভাবে অনুষ্ঠিত হবে।

এ সময় আমানউল্লাহ আরো বলেন, ‘দেশে নির্বাচনকে ঘিরে নানা ধরনের চক্রান্ত চলছে।’ এসব ষড়যন্ত্র মোকাবেলায় সবাইকে ঐক্যবদ্ধ ও সজাগ থাকার আহ্বান জানান তিনি।

গণসংযোগকালে স্থানীয় বিএনপি ও এর অঙ্গসংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। এ সময় তারা ধানের শীর্ষ প্রতীকে ভোট দেওয়ার আহ্বান জানান।