Image description
 

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন পর্যবেক্ষণ করতে ৫০ জন বিদেশি সাংবাদিক ও ৭৮ জন পর্যবেক্ষক বাংলাদেশে আসার আগ্রহ প্রকাশ করেছেন বলে জানিয়েছেন নির্বাচন কমিশনের (ইসি) সিনিয়র সচিব আখতার আহমেদ।

আজ বৃহস্পতিবার (২২ জানুয়ারি) সংসদ নির্বাচন ও গণভোট উপলক্ষ্যে সরকারের বিভিন্ন মন্ত্রণালয়-বিভাগ ও মোবাইল ব্যাংকিং প্রতিষ্ঠানের সঙ্গে বৈঠক শেষে তিনি এ তথ্য জানান।

ইসি সচিব বলেন, ‘৮৩ বিদেশি পর্যবেক্ষকে আমন্ত্রণ জানিয়েছি। এর মধ্যে ৩৬ জন নিশ্চিত করেছেন। পাঁচ জন রিজেক্ট করেছেন। এখনও কনফার্মেশন আসা বাকি আছে।’ তিনি বলেন, ‘বিদেশি ৫০ সাংবাদিক ও ৭৮ জন পর্যবেক্ষক আসতে চান। আমরা যাদের আমন্ত্রণ জানিয়েছি তারা ইন্টারকন্টিনেন্টালে থাকবেন।’

বর্তমানে ইইউ পর্যবেক্ষক ৫৮ জনের মতো আছে, এটি তিনশ’র কাছাকাছি যেতে পারে বলেও ইসি সচিব জানান। এছাড়া এবারের নির্বাচনে ভোটগণনায় সময় বেশি লাগবে বলেও জানান আখতার আহমেদ। তিনি বলেন, ‘এবার ভোটাররা দুটো ব্যালটে ভোট দেবেন, এ কারণে গণনায় স্বাভাবিকের চেয়ে বেশি সময় লাগবে।’

বৈঠকে উপস্থিত ছিলেন বাংলাদেশ ব্যাংক, স্বরাষ্ট্র মন্ত্রণালয়, আর্থিক প্রতিষ্ঠান বিভাগ, তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগ, ডিজিএফআই, এনএসআই, এনটিএমসি, এছাড়া বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন, সিআইডি, বিকাশ, রকেট নগদ ও উপায়ের প্রধান নির্বাহী কর্মকর্তারা।

প্রসঙ্গত, আসছে ১২ ফেব্রুয়ারি আসন্ন জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে। নির্বাচন কমিশনের তফসিল অনুযায়ী গতকাল প্রার্থীদের প্রতীক বরাদ্দ দেওয়া হয়। আজ আনুষ্ঠানিক প্রচার-প্রচারণায় মাঠে নেমেছেন প্রার্থীরা।

শীর্ষনিউজ