Image description

পটুয়াখালী-৩ (দশমিনা–গলাচিপা) আসনের ব্যালটে ট্রাক প্রতীকই নৌকা ও ধানের শীষের প্রতিনিধিত্ব করছে বলে মন্তব্য করেছেন ত্রয়োদশ জাতীয় নির্বাচনে বিএনপির সমর্থিত সংসদ সদস্য প্রার্থী ও গণঅধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুর।

ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) সাবেক ভিপি বলেন, বিএনপি আনুষ্ঠানিকভাবে এই আসনে গণঅধিকার পরিষদকে সমর্থন দিয়েছে। অতীতে এই এলাকায় নৌকা ও ধানের শীষের মধ্যেই মূল প্রতিদ্বন্দ্বিতা হতো। তবে এবার ব্যালটে এই দুই প্রতীক অনুপস্থিত থাকায় ট্রাক প্রতীকই ভোটারদের কাছে বিকল্প প্রতীক হিসেবে সামনে এসেছে।

বৃহস্পতিবার (২২ জানুয়ারি) বিকেলে গলাচিপা উপজেলার কালিকাপুর মাদরাসা মাঠে আয়োজিত নির্বাচনী সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। সভায় স্থানীয় নেতাকর্মী, সমর্থক ও সাধারণ ভোটারদের ব্যাপক উপস্থিতি লক্ষ্য করা যায়। নির্বাচনের মাঠে শান্তিপূর্ণ পরিবেশ বজায় রেখে গণতান্ত্রিক প্রক্রিয়ায় অংশগ্রহণ নিশ্চিত করার আহ্বান জানান তিনি।

নির্বাচনী সভায় নুরুল হক নুর বলেন, এলাকার সন্তান হিসেবে তিনি এই জনপদের উন্নয়ন, কর্মসংস্থান সৃষ্টি, শিক্ষা ও স্বাস্থ্যখাতের মানোন্নয়ন এবং অবকাঠামোগত অগ্রগতিকে অগ্রাধিকার দিতে চাই।

জনগণের ভালোবাসা ও সমর্থন পেলে তিনি সংসদে এই এলাকার ন্যায্য দাবি তুলে ধরবেন এবং দুর্নীতিমুক্ত ও স্বচ্ছ উন্নয়ন বাস্তবায়নে ভূমিকা রাখবেন বলে আশা ব্যক্ত করেন।

 

তিনি আরও বলেন, অতীতে ডাকসু নির্বাচনে সীমিত সংগঠন শক্তি নিয়েও ব্যাপক ভোটার অংশগ্রহণের মাধ্যমে বিজয় অর্জন সম্ভব হয়েছিল। সেই অভিজ্ঞতা থেকেই তিনি বিশ্বাস করেন, দশমিনা ও গলাচিপার জনগণ ঐক্যবদ্ধভাবে ট্রাক প্রতীকে ভোট দিয়ে নতুন রাজনৈতিক দৃষ্টান্ত স্থাপন করবে। ভোটারদের প্রতি আহ্বান জানিয়ে তিনি বলেন, শান্তিপূর্ণ পরিবেশে ভোটাধিকার প্রয়োগের মাধ্যমেই গণতন্ত্র শক্তিশালী হবে।

এদিকে পটুয়াখালী-৩ আসনে নির্বাচনী প্রতিদ্বন্দ্বিতা ক্রমেই তীব্র হয়ে উঠছে। বিএনপির সমর্থিত প্রার্থী নুরুল হক নুরের পাশাপাশি কেন্দ্রীয় বিএনপির নির্বাহী কমিটির সদস্য হাসান মামুন স্বতন্ত্র প্রার্থী হিসেবে ঘোড়া প্রতীক নিয়ে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করছেন। দলীয় সিদ্ধান্ত অমান্য করায় তাকে কেন্দ্রীয় বিএনপি বহিষ্কার করলেও উপজেলা পর্যায়ের একটি অংশ তার পক্ষে সক্রিয় রয়েছে। এই পরিস্থিতিতে উপজেলা ও পৌর বিএনপির কমিটিও বিলুপ্ত করা হয়েছে।