Image description

‘আমার পিতা আল্লামা সাঈদীর আমলে যত টাকার উন্নয়ন হয়েছে। তা বই আকারে ছাপিয়ে জনগণের কাছে পৌঁছে দিয়েছেন। একমাত্র সৎ, সাহসী ব্যক্তির পক্ষেই এটা সম্ভব। এই আসনে আল্লামা সাঈদীর আগে ও পরে বহু এমপি-মন্ত্রী ছিলেন।

বাপের বেটা হলে এমন একটি বই ছাপিয়ে দেখান। এই সাহস কেউ দেখাতে পারেন নাই। কিন্তু আল্লামা সাঈদী পেরেছেন। সুতরাং যে দেশের টাকা লুটপাট করে নাই, সেই হলো স্বাধীনতার পক্ষের শক্তি।

বৃহস্পতিবার (২২ জানুয়ারি) বিকেলে পিরোজপুরের নাজিরপুর উপজেলার শ্রীরামকাঠী বন্দর বাজারে নির্বাচনী জনসভায় প্রধান অতিথি হিসেবে পিরোজপুর-১ আসনের জামায়াতের প্রার্থী মাসুদ সাঈদী এসব কথা বলেন।

মাসুদ সাঈদী বলেন, ‘আমি আল্লামা সাঈদীর সন্তান, তার পবিত্র রক্ত আমার শরীরে। তিনি যেমন সরকারি কাজের বরাদ্দকৃত অর্থের বই ছাপিয়ে জনগণের হাতে হাতে পৌঁছে দিয়েছেন, আমিও তেমনি আপনাদের হাতে আমার পিতার মতো বই আকারে প্রকাশ করব, ইনশাআল্লাহ।’ 

তিনি বলেন, ‘আমি এর আগে আপনাদের একজন পরীক্ষিত জনপ্রতিনিধি হিসেবে উপজেলা চেয়ারম্যান ছিলাম।

কেউ বলতে পারবে না যে এক টাকার দুর্নীতি করেছি। বুকে হাত রেখে সৎ সাহস নিয়ে বলতে পারি যে একটি টাকারও দুর্নীতি করি নাই। এখন আপনাদের নেতা নির্বাচনের সময় এসেছে, আপনারা এখন নেতা নির্বাচন করবেন। আমি নেতা নই, আমি আপনাদের সেবক হিসেবে কাজ করতে চাই, আপনারাই নির্বাচন করবেন কে দুর্নীতিবাজ, কে চাঁদাবাজ আর কে ভালো লোক, কে আসল দেশপ্রেমিক।’

মাসুদ সাঈদী আরো বলেন, ‘আমরা সবাইকে নিয়ে ঐক্যবদ্ধভাবে একটি সুন্দর দেশ গড়তে চাই।

যেখানে দুর্নীতি থাকবে না, দেশের টাকা সঠিকভাবে ব্যয় হবে, নেতারা নিজেদের পকেট ভারী করবে না। জনগণের টাকা খাওয়া আর জাহান্নামের আগুন খাওয়া সমান কথা এটা আমি বিশ্বাস করি।’ 

 

তিনি বলেন, ‘কেউ বলতে পারবে না জামায়াতে ইসলামের একটি লোক কোথাও চাঁদাবাজি, সন্ত্রাসী, দুর্নীতি করেছে, তাই আপনার মূল্যবান ভোটটি দাঁড়িপাল্লা মার্কায় দিয়ে জয়যুক্ত করুন।’

শ্রীরামকাঠী ইউনিয়ন জামায়াতে ইসলামীর সভাপতি কাজী মোসলেহ উদ্দিনের সভাপতিত্বে ও ইউনিয়ন জামায়াতের সেক্রেটারি মো. মোস্তাফিজুর রহমানের সঞ্চালনায় এতে বক্তব্য রাখেন পিরোজপুর জেলা জামায়াতে ইসলামীর সেক্রেটারি অধ্যক্ষ জহিরুল হক, নাজিরপুর উপজেলা জামায়াতে ইসলামীর আমির মাওলানা আব্দুর রাজ্জাক, ইমাম সমিতির সভাপতি হাফেজ হাবিবুল্লাহ্ বেলালী, শ্রীরামকাঠী ইউনিয়নের সাবেক সভাপতি হাফেজ হারুন অর রশিদ, হিন্দু শাখার উপজেলা সভাপতি প্রভাষক প্রদীপ কুমার হালদার প্রমুখ।