Image description

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বরিশাল-১ (গৌরনদী ও আগৈলঝাড়া) সংসদীয় আসনে প্রতিদ্বন্দ্বিতায় রয়েছেন পাঁচজন প্রার্থী। এসব প্রার্থীর মাঝে ২১ জানুয়ারি প্রতীক বরাদ্দ দেওয়া হয়েছে।

বরিশাল জেলা প্রশাসক কার্যালয়ের সম্মেলন কক্ষে প্রতীক বরাদ্দ দিয়েছেন জেলা রিটার্নিং কর্মকর্তা মো. খায়রুল আলম সুমন। প্রতীক পাওয়ার পর আগামীকাল ২২ জানুয়ারি থেকে আনুষ্ঠানিকভাবে প্রার্থীরা নির্বাচনের প্রচার প্রচারনা শুরু করতে পারবেন।

এবারের নির্বাচনে বরিশাল-১ আসন থেকে প্রতিদ্বন্দ্বী প্রার্থীরা হলেন- বিএনপি মনোনীত ধানের শীষ মার্কার প্রার্থী সাবেক সংসদ সদস্য এম জহির উদ্দিন স্বপন, জামায়াতে ইসলামী মনোনীত দাঁড়িপাল্লা প্রতীকের প্রার্থী হাফেজ মাওলানা মো. কামরুল ইসলাম খান, ফুটবল মার্কার স্বতন্ত্র প্রার্থী ইঞ্জিনিয়ার আবদুস সোবহান, ইসলামী আন্দোলন বাংলাদেশ মনোনীত হাতপাখা মার্কার প্রার্থী মো. রাসেল সরদার মেহেদী এবং জেপি মনোনীত বাই সাইকেল মার্কার প্রার্থী ছেরনিয়াবাত সেকান্দার আলী।

বরিশাল জেলা রিটার্নিং কর্মকর্তা মো. খায়রুল আলম সুমন জানিয়েছেন, বরিশাল জেলার ছয়টি নির্বাচনী আসনের নির্বাচনী পরিবেশ সুষ্ঠু রয়েছে। এছাড়াও প্রার্থীদের মধ্যে পারস্পরিক সম্পর্ক রয়েছে। তারা সেই সম্পর্ক বজায় রেখে ও আচরণবিধি মেনেই নির্বাচনে অংশগ্রহণ করবেন। তাছাড়া নির্বাচনে আচরণবিধি লঙ্ঘনকারীদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করা হবে বলেও তিনি উল্লেখ করেন।

উল্লেখ্য, বরিশাল-১ আসনে মোট ভোটার সংখ্যা ৩ লাখ ২৮ হাজার ১৯৯ জন। এরমধ্যে গৌরনদী উপজেলায় ১ লাখ ৮৬ হাজার ৬৯৪ জন এবং আগৈলঝাড়া উপজেলায় ভোটার সংখ্যা ১ লাখ ৪১ হাজার ৫০৫ জন। গৌরনদীতে মোট ৬৯টি এবং আগৈলঝাড়ায় ৬০টি কেন্দ্রে আগামী ১২ ফেব্রুয়ারি ভোট গ্রহণ করা হবে।