আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে দেশের সব ভোটকেন্দ্রে নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহ নিশ্চিত করার নির্দেশ দিয়েছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের উপদেষ্টা ফাওজুল কবির খান। তিনি বলেছেন, যেসব ভোটকেন্দ্রে বিদ্যুৎ সংযোগ নেই, ৭ দিনের মধ্যে সেসব কেন্দ্রে বিদ্যুৎ সংযোগ বা বিকল্প বিদ্যুৎ সরবরাহের প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করতে হবে।
আজ বুধবার বিদ্যুৎ ভবনে পবিত্র রমজান মাস, জাতীয় সংসদ নির্বাচন এবং গ্রীষ্ম মৌসুমে বিদ্যুৎ ও জ্বালানি সরবরাহ পরিস্থিতি নিয়ে আয়োজিত এক আলোচনা সভায় তিনি এ নির্দেশনা দেন।
আগামী ১২ ফেব্রুয়ারি দেশে ১৩তম জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।
বিদ্যুৎ বিভাগ সূত্রে জানা যায়, নির্বাচন কমিশনের উপসচিব মো. হুমায়ন কবির স্বাক্ষরিত এক চিঠিতে দেশের বিভিন্ন জেলার ৩২৫টি ভোটকেন্দ্রের তালিকা সংযুক্ত করে বিদ্যুৎ সংযোগের জন্য ব্যবস্থা নিতে বলা হয়েছে। চিঠির অনুলিপি বিভাগীয় কমিশনার, জেলা প্রশাসক, রিটার্নিং কর্মকর্তা ও সংশ্লিষ্ট অন্যান্য কর্তৃপক্ষকে অবহিত করা হয়েছে।
এ বিষয়ে বিদ্যুৎ বিভাগের অতিরিক্ত সচিব মো. সবুর হোসেন বলেন, ভোটকেন্দ্রে বিদ্যুৎ সংযোগ থাকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। সারা দেশে ৬টি বিদ্যুৎ বিতরণ কম্পানির মধ্যে ৪টি কম্পানির আওতাধীন ৩২৫টি ভোটকেন্দ্রে বিদ্যুৎ সংযোগ না থাকার বিষয়টি নির্বাচন কমিশন আমাদের জানিয়েছে। ইতিমধ্যে সংশ্লিষ্টদের প্রয়োজনীয় ব্যবস্থা নিতে চিঠি দেওয়া হয়েছে।
তিনি আরো বলেন, কিছু ভোটকেন্দ্রে এরই মধ্যে বিদ্যুৎ সংযোগ দেওয়া হয়েছে।