বাংলাদেশে শান্তিপূর্ণ নির্বাচনে সমর্থন করে জাতিসংঘ। তারা চায় এই নির্বাচনে সব মানুষ যেন নিরাপদে অংশ নিতে পারে। ভিন্ন ভিন্ন মত স্বাধীনভাবে প্রকাশ করতে পারে। নিয়মিত ব্রিফিংয়ে জাতিসংঘ মহাসচিব অ্যান্তোনিও গুতেরেসের ডেপুটি মুখপাত্র ফারহান হক এসব কথা জানিয়েছেন। তাকে একজন সাংবাদিক বাংলাদেশ পরিস্থিতি নিয়ে প্রশ্ন করেন। তিনি চানতে চান- আমার প্রশ্নটি বাংলাদেশ নিয়ে। (জাতিসংঘ) মহাসচিব গণতন্ত্র পুনরুদ্ধারে বাংলাদেশের জনগণের পাশে দাঁড়িয়েছেন। জুলাইয়ের গণঅভ্যুত্থানের পর বাংলাদেশ এখন নোবেলজয়ী অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসের নেতৃত্বে পরিচালিত হচ্ছে। আপনারা জানেন, অন্তর্বর্তী সরকার আগামী ১২ই ফেব্রুয়ারিতে নির্বাচন নির্ধারণ করেছে। গণতন্ত্র ও মতপ্রকাশের স্বাধীনতা বজায় রাখতে নির্বাচনকালীন এবং নির্বাচন পরবর্তী সময় নিয়ে মহাসচিব কি কোনো পরামর্শ দেবেন?
তার এ প্রশ্নের জবাবে ফারহান হক বলেন- নিশ্চয়ই, আমরা চাই নির্বাচন এগিয়ে যাক। জাতিসংঘ সিস্টেমের পক্ষ থেকে আমরা পুরো সময়জুড়েই স্পষ্ট করে বলে এসেছি- এটি অত্যন্ত গুরুত্বপূর্ণ যে নির্বাচনের জন্য এমন একটি পরিবেশ নিশ্চিত করা হবে, যেখানে সব মানুষ নিরাপদ ও শান্তিপূর্ণভাবে জনজীবনে অংশ নিতে পারবেন এবং ভিন্ন ভিন্ন মতামত স্বাধীনভাবে প্রকাশ করতে পারবেন।