Image description

গাইবান্ধার পলাশবাড়ীতে সম্পত্তি লিখে নেওয়ার পর বৃদ্ধ পিতা-মাতাকে অমানুষিক নির্যাতন ও বসতবাড়ি থেকে বের করে দেওয়ার চেষ্টার অভিযোগে দায়েরকৃত মামলায় অভিযুক্ত ছেলেকে গ্রেপ্তার করেছে থানা পুলিশ।

 

মঙ্গলবার পলাশবাড়ী উপজেলার মহদীপুর ইউনিয়নের ঝালিঙ্গী গ্রাম থেকে অভিযুক্ত হাসানুর রহমান হাসুকে গ্রেপ্তার করা হয়।

মামলার এজাহার সূত্রে জানা যায়, ভুক্তভোগী মো. মাহাবুব ইসলাম (৭২) ও তার স্ত্রী দীর্ঘদিন ধরে তাদের একমাত্র পুত্র ও পুত্রবধূর সঙ্গে একই বাড়িতে বসবাস করছিলেন। পারিবারিক বিশ্বাস ও সন্তানের ভবিষ্যতের কথা বিবেচনা করে তারা বসতবাড়ি ও অন্যান্য সম্পত্তি পুত্রের নামে লিখে দেন।

কিন্তু পরবর্তীতে কুলাঙ্গার পুত্র হাসানুর রহমান ও তার স্ত্রী উম্মে মাহাবুবা সোমা যৌথভাবে বৃদ্ধ পিতা-মাতার ওপর শারীরিক ও মানসিক নির্যাতন শুরু করেন বলে অভিযোগ উঠে।

পলাশবাড়ী থানা পুলিশ জানায়, গ্রেপ্তারকৃত আসামিকে আদালতের মাধ্যমে জেলহাজতে প্রেরণের প্রস্তুতি চলছে এবং অপর অভিযুক্ত পুত্রবধূকে গ্রেপ্তারের চেষ্টা অব্যাহত রয়েছে।