রাজধানীর মহাখালীতে অবস্থিত কড়াইলে, কড়াইলবাসীর আয়োজনে সাবেক প্রধানমন্ত্রী মরহুমা বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় দোয়া মাহফিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান।
অনুষ্ঠানে দোয়া মাহফিলের প্রাক্কালে হুজুর এগিয়ে আসেন সামনে। সেখানে তার বসার জন্য একটি চেয়ার প্রয়োজন ছিল। সেসময় তারেক রহমান নিজের চেয়ারটি এগিয়ে দেন।
একজন ভিডিও প্রসঙ্গে লিখেছেন, মাশাআল্লাহ! আলেমদের প্রতি জননেতা তারেক রহমানের এই বিনয় ও শ্রদ্ধা সত্যিই প্রশংসনীয়। মহান আল্লাহ তাকে সঠিক পথে পরিচালিত করুন এবং ইসলামের খেদমত করার তৌফিক দান করুন।
আরেকজন লিখেছেন, হুজুরদের সম্মানে মহান আল্লাহ পাক অনেক খুশি হন। ইনশাআল্লাহ আগমীতে জননেতা তারেক রহমান দেশের জনগণের কল্যাণে ভালো কিছু করবেন।
তারেক রহমান এখানে বক্তব্য দেন। তিনি কড়াইলবাসীদের উদ্দেশে বলেন, আমরা রাজনীতি করি আপনাদের জন্য।
তারেক রহমান প্রতিশ্রুতিতে বলেন, কড়াইলবাসীদের আবাসন সংকট সমাধানে বহুতল ভবন নির্মাণ করা হবে। বস্তিবাসীদের মধ্যে যারা এখানে অনেক আগে থেকেই বসবাস করে আসছেন সবার নামে রেজিস্ট্রেশন করে তাদেরকে ছোট ছোট ফ্ল্যাট উপহার দেওয়া হবে। বস্তিবাসীর পড়ালেখার জন্য স্কুল এবং মাঠের ব্যবস্থা করা হবে।