ইশ, স্কোরটা যদি আরেকটু বড় করতে পারত ব্যাটার তাহলে ম্যাচের ফলটা অন্যরকম হতে পারত। বিপিএল থেকে বিদায় নিশ্চিত হওয়ার পর হয়তো এমন দীর্ঘশ্বাসই নিচ্ছেন রংপুর রাইডার্সের বোলাররা।
তবে শেষ ওভারে ম্যাচটা জমিয়ে দিয়েছিলেন ফাহিম আশরাফ। কিন্তু শেষ বলে দুর্দান্ত বোলিংটার পূর্ণতা দিতে পারলেন না পাকিস্তানের পেসার।
সিলেট টাইটানসের ডাগআউট থেকে পাগলাটে দৌড়ে মাঠে ঢুকে উদযাপনে মাতেন মেহেদী হাসান মিরাজ-পারভেজ হোসেন ইমনরা। নায়ক ওকস শুধু মুষ্টিবদ্ধ হাত উঁচিয়ে জানান দিলেন বন্দরে পৌঁছে গেছে জাহাজ।
১১২ রান তাড়া করতে নেমে সহজ জয় দেখছিল সিলেট। তবে ‘বিনা যুদ্ধে নাহি দিব সূচ্যগ্র মেদিনী’ দিতে রাজি ছিলেন না রংপুরের বোলাররা।
চতুর্থ বলে মঈন আলীকে আউট করে রংপুরকে জয়ের স্বপ্ন দেখাচ্ছিলেন ফাহিম। কিন্তু শেষ বলে ওকসকে আর বিট করতে পারলেন না পাকিস্তানি পেসার।