Image description

বিএনপি চেয়ারম্যান তারেক রহমানের সঙ্গে সাক্ষাৎ করেছেন বাংলাদেশ জাতীয়তাবাদী ক্ষুদ্র জাতিগোষ্ঠী দলের নেতারা। রোববার (১৮ জানুয়ারি) সন্ধ্যা ৭টায় রাজধানীর গুলশানে বিএনপি চেয়ারম্যানের কার্যালয়ে এ সাক্ষাৎ অনুষ্ঠিত হয়।

সাক্ষাতে বাংলাদেশ জাতীয়তাবাদী ক্ষুদ্র জাতিগোষ্ঠী দলের সভাপতি মৃগেন হাগিদের নেতৃত্বে ১২ সদস্যের একটি প্রতিনিধিদল অংশ নেয়। এ সময় বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরও উপস্থিত ছিলেন।

জানা গেছে, সাক্ষাৎকালে দেশের ক্ষুদ্র জাতিগোষ্ঠীর রাজনৈতিক, সামাজিক ও সাংগঠনিক বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হয়। পাশাপাশি দলীয় কার্যক্রম জোরদার ও ভবিষ্যৎ রাজনৈতিক কর্মপরিকল্পনা নিয়েও মতবিনিময় করা হয়।

উল্লেখ্য, ২০০৭ সালের ১৮ ডিসেম্বর বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার নির্দেশে এবং তৎকালীন বিএনপি মহাসচিবের অনুমোদনে ‘বাংলাদেশ জাতীয়তাবাদী ক্ষুদ্র জাতিগোষ্ঠী দল’ গঠিত হয়।

এদিকে, বিএনপি চেয়ারম্যান বর্তমানে লন্ডনে অবস্থান করলেও এর আগেও তিনি বাংলাদেশ জাতীয়তাবাদী ক্ষুদ্র জাতিগোষ্ঠী দলের নেতাদের সঙ্গে ভার্চুয়ালি বৈঠক করেছেন বলে দলীয় সূত্রে জানা গেছে।