Image description

ক্রিকেটারদের নিয়ে বিতর্কিত মন্তব্যের কারণে বিসিবির পরিচালক এম নাজমুল ইসলামকে কারণ দর্শানোর নোটিশ দিয়েছিল বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। যেখানে ৪৮ ঘণ্টার মধ্যে লিখিত জবাব দিতে বলা হলেও নির্ধারিত সময় পেরিয়ে প্রায় ৮১ ঘণ্টা পর এর জবাব দিলেন বিসিবির এই পরিচালক। ডিসিপ্লিনি কমিটির কাছে জবাব দিয়েছেন তিনি। জানা গেছে, চিঠি পড়ে বাকি সিদ্ধান্ত গ্রহণ করা হবে।

বিষয়টি নিশ্চিত করে বিসিবির আরেক পরিচালক জানিয়েছেন, এখন সভাপতির (আমিনুল ইসলাম বুলবুল) সঙ্গে আলাপের পর পরবর্তী পদক্ষেপ জানা যাবে।

এর আগে তামিম ইকবালকে নিয়ে মন্তব্য ও ক্রিকেটারদের পারিশ্রমিক-সাফল্য নিয়ে বক্তব্যে তীব্র সমালোচনার মুখে পড়েন নাজমুল। তার মন্তব্যের প্রতিবাদে সব ধরনের ক্রিকেট বর্জনের হুমকি দেন ক্রিকেটাররা, ফলে ১৫ জানুয়ারি বিপিএলের একটি ম্যাচও মাঠে গড়ায়নি। এই পরিস্থিতিতে তাকে অর্থ কমিটির চেয়ারম্যানের পদ থেকে সরিয়ে দেয় বিসিবি। বিসিবির এই সিদ্ধান্তকে স্বাগত জানিয়ে শর্তসাপেক্ষে খেলায় ফেরেন ক্রিকেটাররা। তবে নাজমুলকে প্রকাশ্যে ক্ষমা চাইতে বলা হয়।