Image description

বিভিন্ন জায়গা থেকে হত্যার হুমকি পাওয়ার কথা জানিয়েছেন কুষ্টিয়া-৩ (সদর) আসনে জামায়াতে ইসলামীর সংসদ সদস্য প্রার্থী ও ইসলামি বক্তা মুফতি আমির হামজা।

রোববার সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে নিজ অ্যাকাউন্টে দেওয়া পোস্টে তিনি এ তথ্য জানান।

ওই পোস্টে আমির হামজা লিখেছেন, একটু জানিয়ে রাখি। গতকাল থেকে বিভিন্ন মাধ্যমে আমাকে হত্যার হুমকি দেওয়া হচ্ছে। আমি মৃত্যুর জন্য সব সময় প্রস্তুত ইনশাআল্লাহ।

তিনি আরো লিখেছেন, আপনাদের কাছে অনুরোধ রইল, আমার অনুপস্থিতিতে কুষ্টিয়াতে যেই ইনসাফ কায়েমের লড়াই আমরা শুরু করেছি; সেটা প্রতিষ্ঠিত কইরেন এবং আমার ৩ শিশু কন্যা সন্তানকে একটু দেখে রাইখেন।

 

Amir_Hamza

 

গত কয়েক দিনে আমির হামজার পুরোনো একটি বক্তব্যের ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে নতুন করে ভাইরাল হয়।

ওই ভিডিওতে দেখা গেছে, একটি ওয়াজ মাহফিলে দেওয়া বক্তব্যে আমির হামজা সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার ছোট ছেলে আরাফাত রহমান কোকোর নাম বিকৃত করে প্রাণীর নামের সঙ্গে তুলনা করছেন।

এরপর তার এই বক্তব্য নিয়ে রাজনৈতিক অঙ্গনে উত্তেজনা ছড়িয়ে পড়ে। এরই মধ্যে তার এই বক্তব্যের প্রতিবাদ জানিয়েছে কুষ্টিয়া জেলা বিএনপি।

এর পরিপ্রেক্ষিতে গত শুক্রবার দিবাগত রাতে দুঃখ প্রকাশ করে ফেসবুকে পোস্ট দিয়েছেন আমির হামজা।