Image description
 

মুন্সীগঞ্জের শ্রীনগরে পারিবারিক কলহের জেরে স্ত্রীকে ছুরিকাঘাতের পর হাসপাতাল নিয়ে গেছেন অটোরিকশা চালক স্বামী মো. মোস্তফা।

শনিবার (১৭ জানুয়ারি) সকাল ১১টায় দিকে উপজেলার পশ্চিম হরপাড়া গ্রামে এ ঘটনা ঘটে। আহত রুমা (২৯) ও অভিযুক্ত মো. মোস্তফা (৪২) ওই এলাকার বাসিন্দা।

ঘটনার পর ছুরিকাহত স্ত্রীকে নিজেই স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসেন স্বামী মো. মোস্তফা (৪২)।স্বামী-স্ত্রী পশ্চিম হরপাড়া গ্রামের বাদল বেপারীর বাড়ির ভাড়াটিয়া।

স্থানীয়রা জানায়, পারিবারিক কলহের জের ধরে সবজি কাটার ছুরি দিয়ে স্ত্রীর পেটে আঘাত করে মো. মোস্তফা। রক্তাক্ত জখম স্ত্রীকে নিয়ে নিজেই ছুটে যান শ্রীনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে।

চিকিৎসক ডা. ক্যামেলিয়া জানান, ছুরিকাঘাতে ওই নারীর পেটে ক্ষত হয়। তাকে প্রাথমিক চিকিৎসা দিয়ে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

এ প্রসঙ্গে শ্রীনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জুয়েল মিয়া জানান, এ বিষয়ে কেউ অভিযোগ করেনি। অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে ব্যবস্থা নেওয়া হবে।

শীর্ষনিউজ