Image description
 

নির্বাচন কমিশনে দায়ের করা আপিলের শুনানি শেষে প্রার্থীতা ফিরে পেয়ে আনুষ্ঠানিকভাবে তালগাছিয়া পীর সাহেব মুফতি নুরুল্লাহ আশরাফীর (রহ.) কবর জিয়ারত ও দোয়া অনুষ্ঠানের মধ্যদিয়ে নির্বাচনী কার্যক্রম শুরু করেছেন ঝালকাঠি-১ (রাজাপুর-কাঠালিয়া) সংসদীয় আসনে বিএনপির বিদ্রোহী স্বতন্ত্র প্রার্থী গোলাম আজম সৈকত।

 

সাবেক কেন্দ্রীয় ছাত্রনেতা গোলাম আজম সৈকত প্রার্থীতা ফিরে পাওয়ায় তার সমর্থক নেতাকর্মীদের মাঝে স্বস্তি ফিরে এসেছে।

জানা গেছে, ঝালকাঠি-১ আসনে আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিএনপির মনোনয়ন প্রত্যাশী ছিলেন সাবেক কেন্দ্রীয় ছাত্রদল নেতা গোলাম আজম সৈকত। দলীয় মনোনয়ন না পাওয়ায় তিনি স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচনে অংশ নেওয়ার সিদ্ধান্ত নেন।

 

সূত্রমতে, গত ৩ জানুয়ারি প্রার্থীতা যাচাই-বাছাইয়ের নির্ধারিত দিনে ঝালকাঠি জেলা রিটার্নিং কর্মকর্তা স্বতন্ত্র প্রার্থী হিসেবে জমা দেওয়া ভোটারের ১ শতাংশ সমর্থনসূচক স্বাক্ষরে গড় মিল থাকার অভিযোগে গোলাম আজম সৈকতের প্রার্থীতা বাতিল করেন। পরবর্তীতে প্রার্থী গোলাম আজম সৈকত নির্বাচন কমিশনে আপিল করেন।

 

আপিলের শুনানি শেষে নির্বাচন কমিশন তার পক্ষে রায় প্রদান করলে তিনি আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে অংশগ্রহণের সুযোগ ফিরে পান।

প্রার্থীতা ফিরে পাওয়ার পর প্রতিক্রিয়ায় গোলাম আজম সৈকত শুকরিয়া আদায় করে বলেন, আমার বিরুদ্ধে প্রতিদ্বন্দ্বী প্রার্থীরা ষড়যন্ত্রমূলকভাবে ভোটারদের সমর্থনের স্বাক্ষরে গড়মিলের মিথ্যা অভিযোগ তুলেছিল।

তিনি আরও বলেন, রাজাপুর ও কাঠালিয়া উপজেলার গণমানুষ আমাকে গ্রহণ করেছে। আগামী ১২ ফেব্রুয়ারির নির্বাচনে সকল শ্রেণি ও পেশার মানুষের ভোটে আমি বিজয়ী হবো বলে শতভাগ আশাবাদী।

প্রার্থী ফিরে পাওয়ার পর গত ১৬ জানুয়ারি বিএনপির বিদ্রোহী স্বতন্ত্র প্রার্থী গোলাম আজম সৈকত কাঁঠালিয়া উপজেলার তালগাছিয়া মাদ্রাসা এমদাদিয়া মসজিদে জুমার নামাজ আদায় করেন। নামাজ শেষে প্রখ্যাত আলেম ও ধর্মীয় ব্যক্তিত্ব, তালগাছিয়া মাদ্রাসার পীর সাহেব মুফতি নুরুল্লাহ আশরাফী (রহ.) এর কবর জিয়ারত করে তার রুহের মাগফিরাত কামনা করে বিশেষ দোয়া করেন।

এরপর গোলাম আজম সৈকত কাঁঠালিয়া উপজেলার বিভিন্ন এলাকায় ধর্মীয় এবং দলের মরহুম নেতাদের কবর জিয়ারত করেন।  এ সময় স্থানীয় বিএনপি ও তার সকল  অঙ্গ সংগঠনের নেতাকর্মী এলাকার মুসল্লীসহ সর্বস্তরের জনতার সাথে কুশল বিনিময়কালে গোলাম আজম সৈকত বলেন, ধর্মীয় মূল্যবোধ, ন্যায়বিচার ও জনকল্যাণকে সামনে রেখে আমি রাজনীতি করতে চাই। আমি এলাকার সার্বিক উন্নয়ন ও জনগণের অধিকার প্রতিষ্ঠায় সকলের দোয়া ও সহযোগিতা কামনা করছি। একইসাথে তিনি আগামী নির্বাচনে তার পাশে থেকে কাজ করার জন্য সর্বস্তরের মানুষের প্রতি আহবান করেন।

খোঁজ নিয়ে জানা গেছে-এ আসনে বিএনপির মনোনয়ন পেয়েছেন কেন্দ্রীয় ধর্মবিষয়ক সম্পাদক রফিকুল ইসলাম জামাল। বিএনপির স্থানীয় নেতাকর্মীদের একাংশ তার বিরুদ্ধে অবস্থান নিয়েছেন। 

জামায়াতে ইসলামী মনোনীত প্রার্থী ফয়জুল হককে আচরণবিধি লঙ্ঘনের অভিযোগে ইতোমধ্যে কারণ দর্শানোর নোটিশ (শোকজ) দিয়েছে নির্বাচনী অনুসন্ধান ও বিচারিক কমিটি। জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মনোনীত প্রার্থী হয়েছেন ডা. মাহমুদা আলম মিতু।