Image description

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ২০২৫-২৬ সেশনের এ ইউনিটের ভর্তি পরীক্ষায় অংশগ্রহণ করে তৃতীয় হয়েছেন, তবে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষায় নকলকাণ্ডে আটক হয়েছেন এক শিক্ষার্থী। তার নাম দিব্য জ্যতি শাহা। 

শুক্রবার (১৬ জানুয়ারি) সকাল ১১টায় রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষার হল থেকে তিনি আটক হন।

রাবির ‘সি’ ইউনিটের ভর্তি পরীক্ষায় প্রথম শিফটে জগদীশ চন্দ্র বসু কেন্দ্রের ১০২ নম্বর কক্ষ থেকে তাকে আটক করা হয়। পরীক্ষার হলে স্মার্টফোনে ‘ডিপসিক’ নামক এআই অ্যাপ ব্যবহার করে উত্তর খোঁজার সময় এক ভর্তিচ্ছু শিক্ষার্থীকে আটক করে বিশ্ববিদ্যালয় প্রশাসন।

আটক হওয়া এই ছাত্র দিব্য জ্যতি শাহা চবির এ ইউনিটের ভর্তি পরীক্ষায় ১০০ নম্বরের বহুনির্বাচনি প্রশ্নোত্তরে ৮৭.৫০ নম্বর পেয়ে তৃতীয় স্থান অধিকার করেন। গত ৭ জানুয়ারি এ ইউনিটের ভর্তি পরীক্ষার ফলাফল প্রকাশ করা হয়। তিনি শাহ চঞ্চল কুমার ও আলপনা শাহা দম্পতির সন্তান। চবির ভর্তি পরীক্ষায় তার রোল ছিল ১০০২২২।

দিব্য জ্যতি শাহা রাজশাহী বিশ্ববিদ্যালয়ে নকলকাণ্ডে আটক হওয়ার পর বিষয়টি জানাজানি হয়ে গেলে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের নজরে আসে। তার ভর্তি পরীক্ষার ফলাফল সংক্রান্ত নথিপত্র বিশ্ববিদ্যালয়ের আইসিটি সেল থেকে প্রশাসনের বিভিন্ন ব্যক্তিদের কাছে হস্তান্তর করা হয়েছে। বিষয়টি জানিয়েছেন আইসিটি সেলের পরিচালক অধ্যাপক সাইদুর রহমান চৌধুরী। জানতে চাইলে তিনি বলেন, ‘এই শিক্ষার্থীর ফলাফল সংক্রান্ত বিভিন্ন নথিপত্র ভিসি, প্রোভিসি এবং এ ইউনিটের ভর্তি পরীক্ষার কো-অর্ডিনেটরের নিকট পাঠানো হয়েছে।’

নকলকাণ্ডে আটক হওয়া এই শিক্ষার্থীর বিষয়টি নিয়ে খুব দ্রুত সময়ে বৈঠকে বসবে কেন্দ্রীয় ভর্তি পরীক্ষা কমিটি। জানতে চাইলে চবি উপ-উপাচার্য (একাডেমিক) অধ্যাপক ড. মোহাম্মদ শামীম উদ্দিন খান বলেন, ‘এই বিষয়টি কেন্দ্রীয় ভর্তি পরীক্ষা কমিটিতে পেশ করা হয়েছে। পরীক্ষা কমিটির সুপারিশের ভিত্তিতে আমরা তার বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা নেব।’

চবির ভর্তি পরীক্ষায় এই শিক্ষার্থী কোনো ধরণের অসদুপায় অবলম্বন করেছে কি না সেই বিষয়টি খতিয়ে দেখবে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। এ বিষয়ে উপ-উপাচার্য (প্রশাসন) অধ্যাপক ড. মো. কামাল উদ্দিন বলেন, যেহেতু এই শিক্ষার্থীর রাবিতে ভর্তি পরীক্ষায় নকলকাণ্ডে আটক হয়েছে তাই আমরা বিষয়টিকে ছোট করে দেখছি না। আমরা তার বিষয়টি গুরুত্বের সঙ্গে বিবেচনা করছি।