Image description

আগামী ১২ তারিখের জাতীয় সংসদ নির্বাচনকে অত্যন্ত গুরুত্বপূর্ণ ও সংবেদনশীল বলে মন্তব্য করেছেন অর্থ উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদ। তিনি বলেছেন, অতীতেও দেশে নির্বাচন হয়েছে, তবে এবারের নির্বাচনের স্বচ্ছতা ও গ্রহণযোগ্যতার দিকে শুধু দেশবাসী নয়, আন্তর্জাতিক সম্প্রদায়ও গভীরভাবে নজর রাখছে। একই সঙ্গে গণভোট ও প্রয়োজনীয় সংস্কারের বিষয়টিও এ নির্বাচনের সঙ্গে যুক্ত।

শুক্রবার (১৬ জানুয়ারি) সন্ধ্যায় সিরাজগঞ্জ জেলা প্রশাসকের কার্যালয় চত্বরে জেলা প্রশাসন আয়োজিত আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে ভোটারদের উদ্বুদ্ধ করতে ‘ভোটের গাড়ি সুপার ক্যারাভান’-এর মাধ্যমে গণভোট প্রচার কর্মসূচির উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।

অর্থ উপদেষ্টা বলেন, বাংলাদেশের মানুষ যথেষ্ট সচেতন। দেশের কল্যাণে কী প্রয়োজন, সেই সিদ্ধান্ত জনগণই নেবে। যেসব ক্ষেত্রে সংস্কার জরুরি, সেগুলো অবশ্যই করা হবে। দেশের সামগ্রিক মঙ্গলের জন্য গণভোটে ‘হ্যাঁ’ ভোট দেওয়ার আহ্বান জানান তিনি।

ড. সালেহউদ্দিন আহমেদ আরও বলেন, আমরা অনেক ভালো উদ্যোগ শুরু করেছি, কিন্তু সব শেষ করতে পারিনি। এসব উদ্যোগ নেওয়া হয়েছিল জনগণের কল্যাণের কথা মাথায় রেখেই। অতীতে দেখা গেছে, এক সরকার শুরু করলে পরবর্তী সরকার এসে অনেক সময় তা বাতিল করে দেয়। তিনি আশা প্রকাশ করেন, ভবিষ্যতে যে সরকারই ক্ষমতায় আসুক না কেন, তারা যেন ইতিবাচক উদ্যোগগুলো ধারাবাহিকভাবে এগিয়ে নিয়ে যায়। বাংলাদেশে বিপুল সম্ভাবনা রয়েছে উল্লেখ করে তিনি বলেন, আমরা আরও অনেক দূর এগোতে পারতাম।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন রাজশাহী বিভাগের কমিশনার ড. আ. ন. ম. বজলুর রশীদ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মন্ত্রিপরিষদ সচিব ড. শেখ আব্দুর রশীদ, অর্থ বিভাগের সচিব ড. মো. খায়েরুজ্জামান মজুমদার, বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের সচিব মো. আনোয়ার হোসেন এবং জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগের সচিব মোহাম্মদ সাইফুল ইসলাম।


এ সময় জেলা প্রশাসক মো. আমিনুল ইসলামসহ জেলার ৯টি উপজেলার উপজেলা নির্বাহী কর্মকর্তা, সেনাবাহিনী, পুলিশ, আনসার সদস্য, শিক্ষক এবং বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন।