‘আমার ধারণা যতটুকু আমি লিখেছি, তার থেকেও বেশি মানুষের জীবনের সাথে মিশে গেছে। আমার যতটুকু চেষ্টা ছিলো, কল্পনাও করিনি গানটি সাধারণ মানুষের কাছে এতবেশি সমাদৃত হবে।' সামাজিক যোগযোগ মাধ্যম ফেসবুকে নিজের ভেরিফায়েড আইডিতে এভাবেই নিজের অনুভূতি জানিয়েছেন ‘দাঁড়িপাল্লা’ গানটির লেখক এইচ আল বান্না। গাননটি প্রকাশের পর থেকে ফেসবুক-টিকটকে সয়লাব হয়ে গেছে। কেউ-কেউ মজা করে নিজের রিলস ও ভিওিতে গানটি ব্যবহার করছেন আবার কেউ বিভিন্ন ভিডিওতে গানটি বসিয়ে মিমস বানাচ্ছেন। যায় করুক জেনজিরা গানটি পছন্দ করেছে তা বলা অবকাশ নেই। গানটির কথা ও সুর সর্বমহলের প্রশাসা কুড়িয়েছে।
এইচ আল বান্না বলেন, ‘নৌকা-ধানের শীষ গানটি নিয়ে যা হচ্ছে এটা আমি উপভোগ করছি। আমার ধারণা যতটুকু আমি লিখেছি, তার থেকেও বেশি মানুষের জীবনের সাথে মিশে গেছে। আমার যতটুকু চেষ্টা ছিলো কল্পনাও করিনি গানটি এটা সাধারণ মানুষের কাছে এতবেশি সমাদৃত হবে। যাদের জন্য এই গানটি লেখা নির্বাচনের কম্পিটিশনে তাদের যারা বিরোধী আছেন, তাদের সাথে সমান ভাবে কম্পিউট করে যাচ্ছেন তারাও এই গানটি ব্যবহার করছেন তাদের নির্বাচনী প্রচারণার জন্য। দাড়িপাল্লা শব্দটা রিমুভ করে সেখানে ধানের শীষ লাগিয়ে দিচ্ছেন।’
বিএনপির জন্য ভালো ক্যাম্পেইনের আইডিয়া আছে জানিয়ে তিনি বলেন, ‘আমার ছোট্ট একটা পরামর্শ যে, যেহেতু ভালো লোকে হোক এবার পাল্লা, এই পাল্লার সাথে দাঁড়িপাল্লার একটা মিল আছে। তো আপনার ধানের শীষ যদি লাগান তাহলে ধানের শীষের সঙ্গে মিল রেখে কেনো শব্দ রাখতে পারলে ছন্দের দিক থেকে এটা অনেক সুন্দর হবে। অথবা ওই লাইনটাকে যদি পুরোটা চেইঞ্জ করে নিতে পারেন। আর সুরটা চেইঞ্জ করলে তো গনটা আর গান থাকে না। তাই লাইন আর সুর যদি চেইঞ্জ করে ফেলেন তাহলে আপনাদের জন্য ইউনিক কিছু তৈরি হয়ে যায়। আর যেহেতু আমি আমার বিজনেস প্রতিষ্ঠান থেকে এই ইলকেশন ক্যাম্পেইনের কাজগুলো করছি নানা প্রার্থীদের জন্য। আশা করি বিএনপির বন্ধুরাও এগিয়ে আসতে পারেন। আপানার চাইলে আপনাদের জন্যও ভালো ক্যাম্পেইনের আইডিয়া আছে। যদি আপনার ইনভেস্ট করেত চান আপনাদের জন্য ভালো ভালো ক্যম্পেইনের আইডিয়া আছে এই জায়গায়। আমার ধারণ আপনি যখন অন্য কারও ক্যাম্পেইনের আইডিয়া কপি করেন তখন ওইটা ওরকম জমে না। নতুন জিনিস হলে ব্যাপারটা যেমন সুন্দর হয়, ওইটা ওইভাবে জমে না।’
বিএনপি সমর্থকদের উদ্দেশে তিনি আরও বলেন, ‘আপনাদের মধ্যে অনেক সৃষ্টিশীল মানুষ আছে, বিএনপিতে অনেক সৃষ্ঠিশীল মানুষ আছে। আর যদি নাও থাকে, আপনাদের পারসেসিং কাপাসিটি আছে; আপনারা মেইন স্ট্রিম মিডিয়া থেকে, মেইন স্ট্রিম ইন্ডাস্ট্রিজ থেকে অনেক ভালো-ভালো রাইটারদের থেকে গান লেখাতে পারেন। আপনি যখন কোনো একটা গানকে কপি করেন তখন সাধারণ মানুষ মনে করে আপনার বোধ হয় ক্যাপাসিটি নেই। অথচ আপনাদের ক্যাপাসিটি আছে, আপনি চাইলে আরও সুন্দর কিছু তৈরি করতে পারেন।
তিনি আরও বলেন, ‘আমার ভালো লাগছে, আমার আনন্দ লাগছে যে আমার যে সৃষ্টিটা সাধারণ মানুষের অন্তরকে হয়তো ছুঁয়ে গেছে। সেই সৃষ্টিটা তার সীমাবদ্ধতাকে অতিক্রম করে যাচ্ছে। যাদের জন্য গানটা তৈরি তাদেরকে অতিক্রম করে, অন্যরাও এটা ব্যবহার করছে। গুড লাক। এই নির্বাচনে ভালো লোকের পাল্লা হোক। সবাই মিলে আমরা সৎ যোগ্য এবং যারা এই জাতির জন্য, জাতির স্বাধীনতা-সার্বভৌমত্বের পক্ষে আছে, যারা দেশের জন্য উন্নয়ন করতে পারেন তাদেরকে নির্বাচিত করবো ইনশাল্লাহ।’