Image description

রাজবাড়ীর গোয়ালন্দ মোড় এলাকায় দ্রুতগতির জিপ গাড়ির চাপায় করিম ফিলিং স্টেশনের এক শ্রমিক নিহত হয়েছেন। এ ঘটনায় যুবদলের সাবেক নেতাসহ দুজনকে আটক করা হয়েছে।

নিহতের নাম রিপন সাহা (৩০)। তিনি সদর উপজেলার খানখানাপুর সাহাপাড়া এলাকার পবিত্র সাহার ছেলে।

শুক্রবার (১৬ জানুয়ারি) ভোর সাড়ে ৪টার দিকে ঢাকা-খুলনা মহাসড়কের গোয়ালন্দ মোড় সংলগ্ন করিম ফিলিং স্টেশনের সামনে এ ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শী ও পাম্পের কর্মচারীদের বরাতে জানা যায়, একটি জিপ গাড়ি পাম্পে এসে প্রায় ৫ হাজার টাকার জ্বালানি তেল নেয়। তেল নেওয়ার পর চালক টাকা পরিশোধ না করে দ্রুত গাড়ি নিয়ে চলে যাওয়ার চেষ্টা করেন। এ সময় টাকা আদায়ের উদ্দেশে রিপন সাহা গাড়ির সামনে দাঁড়িয়ে বাধা দিলে জিপটি তাকে চাপা দিয়ে পালিয়ে যায়। ঘটনাস্থলেই রিপনের মৃত্যু হয়।

ফিলিং স্টেশনের শ্রমিক জাকির হোসেন জানান, গাড়িটিতে তেল নিচ্ছিলেন রাজবাড়ী জেলা যুবদলের সাবেক সভাপতি ও ঠিকাদার আবুল হাসেম সুজন। তেল নেওয়ার পর টাকা না দেওয়াকে কেন্দ্র করে বাগবিতণ্ডা হয়। পরে গাড়ি চালিয়ে চলে যাওয়ার সময় রিপনকে চাপা দেওয়া হয়।

পাম্পের সিসিটিভি ফুটেজ পর্যালোচনায় দেখা যায়, জিপ গাড়িতে তেল নেওয়ার পর কোনো অর্থ পরিশোধ না করেই গাড়িটি দ্রুতগতিতে পাম্প ত্যাগ করে। এবং রাজবাড়ী জেলা যুবদলের সাবেক সভাপতি ও ঠিকাদার আবুল হাসেম সুজন ওই জিপ গাড়িতে তেল নিচ্ছিলেন। ফুটেজ অনুযায়ী, তেল নেওয়ার পর তিনি টাকা না দিয়েই চলে যান।

আহলাদিপুর হাইওয়ে থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. মিজানুর রহমান জানান, এ ঘটনায় মামলা প্রক্রিয়াধীন। ঘটনাস্থলেই রিপনের মৃত্যু হয়েছে।

রাজবাড়ী সদর থানার অফিসার ইনচার্জ (ওসি), খোন্দকার জিয়াউর রহমান জানান, এ ঘটনায় গাড়ি আটক করা হয়েছে এবং দুজনকে আটক করা হয়েছে। গাড়ির চালক কামাল ও গাড়ির মালিক, জেলা যুবদলের সাবেক সভাপতি ও ঠিকাদার আবুল হাসেম সুজনকে আটক করা হয়েছে।