Image description

জামায়াত জোট ২৫৩টি আসনে প্রার্থী তালিকা ঘোষণা করেছে। আজ বৃহস্পতিবার (১৫ জানুয়ারি) রাত সাড়ে ৮টায় রাজধানীর ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনের মুক্তিযোদ্ধা হলে (২য় তলা) আয়োজিত সংবাদ সম্মেলনে এ ঘোষণা দেওয়া হয়।

সংবাদ সম্মেলনে আসনভিত্তিক প্রার্থী তালিকা ঘোষণা করেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর নায়েবে আমির ডা. সৈয়দ আব্দুল্লাহ মোহাম্মদ তাহের।

ঘোষিত তালিকা অনুযায়ী জোটভুক্ত দলগুলোর মধ্যে আসন বণ্টন করা হয়েছে নিম্নরূপ- বাংলাদেশ জামায়াতে ইসলামী ১৭৯টি আসন, এনসিপি ৩০টি আসন, বাংলাদেশ খেলাফত মজলিস ২০টি আসন, 
খেলাফত মজলিস ১০টি আসন, এলডিপি ৭টি আসন, এবি পার্টি ৩টি আসন, নেজামে ইসলামি পার্টি ২টি আসন ও বাংলাদেশ ডেভেলপমেন্ট পার্টি (বিডিপি) ২টি আসন। 

এ ছাড়া ইসলামী আন্দোলন বাংলাদেশ ও খেলাফত আন্দোলনের জন্য আসন চূড়ান্ত হয়নি বলে সংবাদ সম্মেলনে জানানো হয়।