পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান বলেছেন, সরকার গণভোটের পক্ষে ‘হ্যাঁ’ ভোট দিতে বলছে—এতে প্রশ্নবিদ্ধ হওয়ার কিছু নেই। কারণ এটি সরকারের ম্যান্ডেটের অংশ। তিনি স্পষ্ট করেন, সরকার কোনো রাজনৈতিক দল নিয়ে প্রচার চালাচ্ছে না।
আজ বৃহস্পতিবার (১৫ জানুয়ারি) এক সংবাদ সম্মেলনে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি একথা বলেন।
আওয়ামী লীগ নির্বাচনে না থাকলে নির্বাচন প্রশ্নবিদ্ধ হবে কি না এমন প্রশ্নে তিনি বলেন, এতে নির্বাচন প্রশ্নবিদ্ধ হবে না। বিচারিক প্রক্রিয়া শেষ না হলে আওয়ামী লীগ নির্বাচনে অংশ নিতে পারবে না।
তিনি আরও বলেন, কোনো রাজনৈতিক দল আইনিভাবে নিষিদ্ধ হলে, সে দল কীভাবে নির্বাচনে অংশ নেবে সেটাই প্রশ্ন।
যুক্তরাষ্ট্রের ভিসা নিষেধাজ্ঞা প্রসঙ্গে তিনি বলেন, এ বিষয়ে সরকারের যা করণীয় তা করা হবে। এটি যুক্তরাষ্ট্রের নিজস্ব বিষয়। যেসব দেশ থেকে যুক্তরাষ্ট্রে অভিবাসীর সংখ্যা বেশি, সেসব দেশের ওপরই মূলত এই নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে।