ইসলামী আন্দোলন বাংলাদেশকে ছাড়াই জরুরি বৈঠক শেষ করেছেন ১১ দলীয় জোটের নেতারা। বৈঠক শেষে সাংবাদিকদের সঙ্গে কথা বলেছেন জাতীয় গণতান্ত্রিক পার্টির সহসভাপতি রাশেদ প্রধান।
রাশেদ প্রধান বলেন, ‘ইসলামী আন্দোলন বাংলাদেশের সঙ্গে আসন সমঝোতা নিয়ে আলোচনার জন্য দায়িত্ব নিয়েছেন বাংলাদেশ খেলাফত মজলিসের আমির মাওলানা মামুনুল হক। তিনি চরমোনাই পীর ও তাদের অনুসারীদের সঙ্গে আলোচনা চালাচ্ছেন।’
বৃহস্পতিবার (১৫ জানুয়ারি) দুপুরে জামায়াতের কেন্দ্রীয় কার্যালয়ের বৈঠক থেকে বের হয়ে তিনি এসব কথা বলেন।
জাতীয় গণতান্ত্রিক পার্টির সহসভাপতি বলেন, ‘আমরা সমঝোতার চূড়ান্ত পর্যায়ে আছি। ইসলামী আন্দোলন সমঝোতায় আছে এটা বলব না, আবার বের হয়ে গেছে এটাও বলব না। সবকিছু চূড়ান্ত হবে রাত ৮টায়।’
এদিকে, ইসলামী আন্দোলনকে সঙ্গে নিয়ে চূড়ান্ত প্রার্থী ঘোষণা করবেন বলে আশা প্রকাশ করেছেন বাংলাদেশ খেলাফত মজলিসের আমির মাওলানা মামুনুল হক। তিনি বলেন, ‘১১-এর মধ্যে ১০ দলের উপস্থিতিতে বৈঠক সম্পন্ন হয়েছে। বৈঠকে অংশ না নেওয়া ইসলামী আন্দোলনের সঙ্গেও কথা হয়েছে। রাতে সংবাদ সম্মেলনে বিস্তারিত জানানো হবে। আমাদের প্রত্যাশা একসঙ্গেই এগিয়ে যেতে পারব। ইসলামী আন্দোলনকে সঙ্গে নিয়েই আসন ঘোষণা করতে পারব।’
বৈঠকে উপস্থিত না থাকার কারণ জানতে চাইলে ইসলামী আন্দোলনের প্রেসিডিয়াম সদস্য আশরাফ আলী আকন কালবেলাকে বলেন, ‘বৈঠকের বিষয়ে আমাদের যে সময়টাতে দাওয়াত দেওয়া হয়েছে, এই সময়ে প্রস্তুতি নেওয়া সম্ভব ছিল না।’
বৈঠকে অংশ নেন জামায়াতে ইসলামীর নায়েবে আমির ড. সৈয়দ আব্দুল্লাহ মো. তাহের, বাংলাদেশ খেলাফত মজলিসের আমির আল্লামা মামুনুল হক, এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম, খেলাফত মজলিসের মহাসচিব ড. আহমদ আব্দুল কাদের, বিডিপির চেয়ারম্যান আনোয়ারুল ইসলাম চাঁদ, এবি পার্টির চেয়ারম্যান মজিবুর রহমান মঞ্জুসহ শীর্ষ নেতারা।