Image description

বেসরকারি শিক্ষক নিবন্ধনধারীদের একটি অংশের দাবির কথা শুনেছেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। বৃহস্পতিবার (১৫ জানুয়ারি) গুলশানে রাস্তায় দাঁড়িয়েই নিবন্ধনধারীদের কথা শোনেন তিন।

রাস্তায় দাঁড়িয়ে থাকা নিবন্ধনধারীরা কোন ব্যাচের সেটি জানা সম্ভব হয়নি। তারা নিজেদের বঞ্চিত দাবি করে তারেক রহমানের কাছে নিজেদের দাবি তুলে ধরেন। এ সময় তারেক রহমান মনোযোগ সহকারে তাদের দাবি শোনেন।

প্রসঙ্গত, বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে শিক্ষক হওয়ার যোগ্যতা অর্জন করতে হয় বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষের (এনটিআরসিএ) সনদের মাধ্যমে। এনটিআরসিএ এখন পর্যন্ত ১৮টি শিক্ষক নিবন্ধন পরীক্ষা নিয়েছে। এর মাধ্য সাড়ে ৬ লাখের বেশি প্রার্থী নিবন্ধন সনদ অর্জন করেছে।