Image description

২০২৬ সেশনের জন্য বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের মেডিকেল জোন শাখার সভাপতি নির্বাচন এবং সেক্রেটারি মনোনয়ন সম্পন্ন হয়েছে। সদস্যদের প্রত্যক্ষ ভোটে সভাপতি হিসেবে নির্বাচিত হয়েছেন ডা. যায়েদ আহমাদ এবং সেক্রেটারি হিসেবে মনোনীত হয়েছেন ডা. জুলফিকার আলী।

মঙ্গলবার (১৩ জানুয়ারি) ইসলামী ছাত্রশিবিরের কেন্দ্রীয় প্রচার সম্পাদক আজিজুর রহমান আজাদ স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

এতে বলা হয়, ১২ জানুয়ারি মেডিকেল জোন শাখার সদস্যদের নিয়ে সদস্য সমাবেশ অনুষ্ঠিত হয়। কেন্দ্রীয় আন্তর্জাতিক সম্পাদক মু’তাসিম বিল্লাহ শাহেদীর সঞ্চালনায় সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সেক্রেটারি জেনারেল সিবগাতুল্লাহ। 

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় সাহিত্য সম্পাদক ডা. নাঈম, কেন্দ্রীয় ছাত্রকল্যাণ সম্পাদক হাফেজ ডা. রেজোয়ানুল হক, সাবেক কেন্দ্রীয় বিজ্ঞান সম্পাদক ডা. মিনহাজুল আবেদীন এবং সাবেক কেন্দ্রীয় পরিবেশ ও সমাজসেবা সম্পাদক ডা. মমিনুল এহসান ও ডা. মোস্তাফিজুর রহমান।

২০২৬ সেশনের জন্য শাখা সভাপতি নির্বাচন উপলক্ষে সদস্য সমাবেশে কেন্দ্রীয় সভাপতি স্বাক্ষরিত ব্যালট পেপারে ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়। ভোট গণনা শেষে সেক্রেটারি জেনারেল সিবগাতুল্লাহ সর্বাধিক ভোটপ্রাপ্ত ডা. যায়েদ আহমাদকে সভাপতি হিসেবে ঘোষণা করেন এবং নবনির্বাচিত সভাপতিকে শপথবাক্য পাঠ করান। 

সদস্যদের পরামর্শের ভিত্তিতে নবনির্বাচিত সভাপতি ডা. যায়েদ আহমাদ শাখা সেক্রেটারি হিসেবে ডা. জুলফিকার আলীকে মনোনীত করেন।

সবশেষে নবনির্বাচিত সভাপতির দোয়া ও মুনাজাতের মাধ্যমে সদস্য সমাবেশ সমাপ্ত হয়।