আসন্ন গণভোটে ‘হ্যাঁ’কে বিজয়ী করতে মাসব্যাপী কর্মসূচি পালন করবে ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু)। কর্মসূচি ঘোষণা উপলক্ষে আগামীকাল বুধবার (১৪ জানুয়ারি) দুপুরে ডাকসু প্রাঙ্গণে এক জরুরি সংবাদ সম্মেলনের ঘোষণা দিয়েছে ডাকসু।
মঙ্গলবার (১৩ জানুয়ারি) রাতে ডাকসুর সহসভাপতি (ভিপি) সাদিক কায়েম স্বাক্ষরিত পাঠানো এক বিজ্ঞপ্তিতে বলা হয়, গণভোটে ‘হ্যাঁ’কে বিজয়ী করতে দেশের আপামর নাগরিকদের ঐক্যবদ্ধ করে তুলতে ডাকসুর মাসব্যাপী কর্মসূচি ঘোষণা উপলক্ষে জরুরি সংবাদ সম্মেলন আয়োজন করা হয়েছে।
সংবাদ সম্মেলনটি অনুষ্ঠিত হবে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ডাকসু প্রাঙ্গণে দুপুর আড়াইটায়।