Image description
 

কক্সবাজারের টেকনাফ সীমান্তে মিয়ানমারের অভ্যন্তর থেকে ছোঁড়া গুলিতে এক বাংলাদেশি কিশোরী গুরুতর আহত হওয়ার ঘটনায় তীব্র প্রতিবাদ জানিয়েছে সরকার। এই ঘটনার পরিপ্রেক্ষিতে আজ মঙ্গলবার (১৩ জানুয়ারি) দুপুরে মিয়ানমারের রাষ্ট্রদূত ইউ কিউ সো মো-কে পররাষ্ট্র মন্ত্রণালয়ে তলব করা হয়।

মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, সম্প্রতি টেকনাফের হোয়াইক্যং ইউনিয়ন সংলগ্ন সীমান্ত এলাকায় মিয়ানমার থেকে হঠাৎ গুলিবর্ষণ করা হয়। এতে ১২ বছর বয়সী এক বাংলাদেশি কিশোরী গুলিবিদ্ধ হয়ে গুরুতর আহত হয়। বর্ডার এলাকায় এমন উস্কানিমূলক কর্মকাণ্ডের বিষয়ে রাষ্ট্রদূতের কাছে গভীর উদ্বেগ ও ক্ষোভ প্রকাশ করেছে বাংলাদেশ।

 

বৈঠকে বাংলাদেশের পক্ষ থেকে মিয়ানমারকে মনে করিয়ে দেওয়া হয় যে, বিনা উস্কানিতে বাংলাদেশের দিকে গুলিবর্ষণ আন্তর্জাতিক আইনের সুস্পষ্ট লঙ্ঘন। এ ধরনের ঘটনা দুই দেশের মধ্যকার বিদ্যমান বন্ধুত্বপূর্ণ ও প্রতিবেশীসুলভ সম্পর্কের ক্ষেত্রে বড় বাধা। ভবিষ্যতে যেন এ ধরনের আন্তঃসীমান্ত গুলিবর্ষণ আর না ঘটে, সে বিষয়ে কঠোর পদক্ষেপ নেওয়ার আহ্বান জানানো হয়।

বাংলাদেশ আরও স্পষ্ট করে জানিয়েছে, মিয়ানমারের অভ্যন্তরীণ সামরিক বাহিনী ও সশস্ত্র গোষ্ঠীগুলোর মধ্যে যে সংঘাতই চলুক না কেন, তার প্রভাব যেন কোনোভাবেই বাংলাদেশের মানুষের জীবন ও জীবিকার ওপর না পড়ে। এই ঘটনার সম্পূর্ণ দায়ভার গ্রহণ করে যথাযথ ব্যবস্থা নেওয়ার জন্য মিয়ানমার কর্তৃপক্ষকে তাগিদ দেওয়া হয়েছে।

তলবকালে মিয়ানমারের রাষ্ট্রদূত এ ঘটনায় দুঃখ প্রকাশ করেন এবং আহত কিশোরী ও তার পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান। তিনি আশ্বাস দিয়েছেন যে, তার সরকার বিষয়টি গুরুত্বের সাথে দেখবে এবং ভবিষ্যতে এ ধরনের ঘটনার পুনরাবৃত্তি রোধে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করবে।