Image description
 

Sabina Ahmed (সাবিনা আহমেদ)

 
বিএনপির কিছু নেতা/সমর্থক/এক্টিভিস্ট হাদিকে খুব বিচ্ছিরিভাবে সমালোচনা করছে। এরা ভদ্রতাও রাখছে না।
 
হাদি তো একটা ইনসাফের দেশ চেয়েছিলো; দেশকে বাইরের আধিপত্য মুক্ত রাখতে চেয়েছিলো। ন্যায়ের রাষ্ট্র চেয়েছিলো। সে তো কোন রাজনৈতিক দলের ছিলো না। ছিলো অত্যন্ত সৎ একজন মানুষ। অল্প বয়সেই যে প্রাণ হারিয়েছে মাথায় বুলেটের আঘাতে। সারা দেশের সাধারণ মানুষ যার জন্য এখনও কাঁদে।
 
তাহলে কি ধরে নিব যেই লোকগুলো হাদির সমালোচনা করে তারা ইনসাফ চায় না? চায় দেশটা আবারও অন্যের করদ রাজ্যে পরিণত হোক। দেশে ন্যায় ইনসাফ না থাকুক। তাহলে তো এই লোকগুলো এই দেশের শত্রু। তারা তো দেশের ভালোই চায় না।
 
এই সমালোচকদের হাদিকে নিয়ে প্রবলেমটা কি?