Image description

খুলনা-৪ আসনে (রূপসা-তেরখাদা-দিঘালিয়া) নির্বাচনী লড়াইয়ে বৈধ প্রার্থী হিসেবে মাঠে রয়েছে বিএনপি, জামায়াত, ইসলামী আন্দোলন ও খেলাফত মজলিসের প্রার্থী। চারটি রাজনৈতিক দলের এসব প্রার্থীর মধ্যে বেশি সংখ্যক মামলায় আসামী বিএনপির তথ্য বিষয়ক সম্পাদক আজিজুল বারী হেলাল। নির্বাচনী হলফনামায় তার নামে ৭০টি মামলার তথ্য উল্লেখ করেছেন। যারমধ্যে বিচারাধীন রয়েছে ১৫টি মামলা। বাকি গুলোতে খালাস, প্রত্যাহার ও অব্যাহতি পেয়েছেন তিনি।

 

রিটার্নিং কর্মকর্তার কার্যালয় সূত্রে জানা গেছে, ত্রয়োদশ নির্বাচনে খুলনা-৪ আসনে বিএনপির তথ্য বিষয়ক সম্পাদক এস কে আজিজুল বারী হেলাল, ইসলামী আন্দোলন বাংলাদেশের মহাসচিব হাফেজ মাওলানা ইউনুস আহম্মেদ সেখ, খেলাফত মজলিসের নায়েবে আমির এসএম সাখাওয়াত হোসাইন এবং জামায়াতে ইসলামীর খুলনা জেলা নায়েবে আমির অধ্যক্ষ মাওলানা মো. কবিরুল ইসলাম প্রতিদ্বন্দ্বিতা করছেন।

 

মনোনয়নপত্রের সঙ্গে জমা দেওয়া হলফনামা পর্যালোচনা করে দেখা যায়, চারটি রাজনৈতিক দলের প্রার্থীর মধ্যে বিএনপির আজিজুল বারী হেলালের শিক্ষাগত যোগ্যতা বিএসসি (অনার্স), তিনি পেশা রাজনৈতিক কর্মী উল্লেখ করেছেন। তার বিরুদ্ধে ৭০টি মামলার তথ্য পাওয়া গেছে। এর মধ্যে ১১টি মামলার বিচার চলছে। দুটি পুলিশ রিপোর্ট ও দুটি চার্জ গঠনের শুনানির অপেক্ষায় রয়েছে।

এ ছাড়া ২৫টি মামলায় তিনি খালাস, দুটিতে অব্যাহতি এবং ২৮টি মামলা প্রত্যাহার হয়েছে। এই আসনে জামায়াতের প্রার্থী মো. কবিরুল ইসলাম কামিল পাস, পেশা শিক্ষকতা, তার বরুদ্ধে ১৮টি মামলা ছিল। ১৭টিতে তিনি খালাস পেয়েছেন, একটির বিচার চলছে। ইসলামী আন্দোলনের প্রার্থী ইউনুস আহম্মেদ সেখ কামিল ও উচ্চ মাধ্যমিক পাস, পেশা ব্যবসা। একটি মামলায় অব্যাহতি পেয়েছেন তিনি।

এছাড়া খেলাফত মজলিসের প্রার্থী এসএম সাখাওয়াত হোসাইনের শিক্ষাগত যোগ্যতা দাওরায়ে হাদীস (এমএ সমমান), পেশা চাকরি। তার ১০টি মামলা প্রত্যাহার হয়েছে।